ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

ঘর সাজাতে ব্যস্ত কাজল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ২১ অক্টোবর ২০২০   আপডেট: ১৫:৫৭, ২১ অক্টোবর ২০২০
ঘর সাজাতে ব্যস্ত কাজল

জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। ভারতের দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউড সিনেমাতেও অভিনয় করেন তিনি।

আগামী ৩০ অক্টোবর গৌতম কিচলুকে বিয়ে করছেন কাজল। বিশেষ এই দিনকে সামনে রেখে এখনই ঘর সাজাতে ব্যস্ত এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বাড়ির একটি ছবি পোস্ট করে কাজল লিখেছেন, ‘নতুন ঘর গোছাচ্ছি। কোনো পরামর্শ?’ পাশাপাশি তিনি জানান, ঘর গোছাতে তার হবু স্বামী তাকে সাহায্য করছেন।

বেশ কিছুদিন ধরেই কাজল ও গৌতম কিচলুর বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেন এই অভিনেত্রী। জানা গেছে, ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই জুটি। করোনা মহামারির এই সময়ে ঝুঁকি নিতে চাইছেন না তারা। বিয়েতে শুধুমাত্র তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।

এদিকে বিয়ের পরও অভিনয় চালিয়ে যাবেন বলে জানিয়েছেন কাজল। বর্তমানে তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘মোসাগালু’, ‘আচার্য’,  ‘ইন্ডিয়ান টু’, ‘মুম্বাই সাগা’ ও ‘প্যারিস প্যারিস’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়