ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নীরার মন খারাপ, সিনেপ্লেক্সে থাকবেন অয়ন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ২৩ অক্টোবর ২০২০   আপডেট: ১৩:১৯, ২৩ অক্টোবর ২০২০
নীরার মন খারাপ, সিনেপ্লেক্সে থাকবেন অয়ন

ঊনপঞ্চাশ বাতাসের অয়ন, নীরা

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’। বহুল প্রতীক্ষিত এ চলচ্চিত্র শুক্রবার (২৩ অক্টোবর) দেশের ৭টি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে।

এ তালিকায় রয়েছে—স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও চট্টগ্রামের তিনটি হল।

দীর্ঘ তিন বছর এই সিনেমার পেছনে ব্যয় করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। কিন্তু স্বল্প সময় হাতে নিয়ে সিনেমাটি মুক্তির ঘোষণা দেন সংশ্লিষ্টরা। যার কারণে প্রচারের সময় খুবই অল্প ছিল। স্বাভাবিক কারণে ভীষণ চাপের মধ্যে সময় পার করছে সিনেমাটির টিম।

সম্পর্ক, বিশ্বাস আর আস্থার গল্প নিয়ে ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এই চলচ্চিত্রের গল্পের মূল চরিত্র অয়ন ও নীরা। এ দুটি চরিত্র রূপায়ন করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা।

শুক্রবার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে দুপুর একটায় প্রদর্শিত হবে ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার প্রথম শো। এতে দর্শকের সঙ্গে সিনেমাটি দেখবেন অয়ন অর্থাৎ ইমতিয়াজ ও নির্মাতা উজ্জ্বল। কিন্তু নীরা অর্থাৎ শার্লিন ফারজানা উপস্থিত থাকতে পারছেন না। আর এ নিয়ে তার ভীষণ মন খারাপ।

মাসুদ হাসান উজ্জ্বল রাইজিংবিডিকে বলেন—শার্লিন (শার্লিন ফারজানা) আমাদের সঙ্গে থাকতে পারছেন না। অসুস্থতার কারণে সিনেমাটির প্রচারেও থাকতে পারেননি। এজন্য আমাদের নীরার (শার্লিন ফারজানা) ভীষণ মন খারাপ। তবে বর্ষণকে (ইমতিয়াজ বর্ষণ) সঙ্গে নিয়ে বসুন্ধরাসহ বিভিন্ন হলে আমি থাকব।

বসুন্ধরা স্টার সিপ্লেক্সে প্রথম শো পুরোটাই দেখবেন তারা। এরপর স্টার সিনেপ্লেক্সের ধানমন্ডি, মহাখালি শাখায় যাবেন। পাশাপাশি যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে উপস্থিত থাকেন।

পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা এবং সংগীত পরিচালনাও করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। শুধু তাই নয়, ফটোগ্রাফি এবং পোস্টার ডিজাইনও তার করা।

প্রযোজনা প্রতিষ্ঠান রেড অক্টোবরের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়