ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সঞ্জয়ের দামি উপহার ফিরিয়ে দিলেন স্ত্রী মান্যতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৫:১০, ৪ ফেব্রুয়ারি ২০২১
সঞ্জয়ের দামি উপহার ফিরিয়ে দিলেন স্ত্রী মান্যতা

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। স্ত্রী মান্যতার প্রতি তার ভালোবাসার কথা বিভিন্ন সময়ই প্রকাশ করেছেন তিনি।

কিছুদিন আগে স্ত্রীকে মুম্বাইয়ের শহরতলীতে অবস্থিত চারটি ফ্ল্যাট উপহার দেন সঞ্জয়। বান্দ্রার পালি হিলে অবস্থিত ফ্ল্যাটগুলোর মূল্য দলিল অনুযায়ী ২৬.৫ কোটি রুপি। যদিও এগুলোর বাজার মূল্য নাকি প্রায় ১০০ কোটি রুপি। কিন্তু সেই উপহার ফিরিয়ে দিয়েছেন মান্যতা।

আরো পড়ুন:

জানা যায়, ইম্পেরিয়াল হাইটস নামের এই বিল্ডিংয়ে অনেক বলিউড তারকা থাকেন। মান্যতাকে উপহার দেওয়া ফ্ল্যাটগুলোর মধ্যে দুটি দ্বিতীয় ও তৃতীয় তলায়, অপর দুইটি এগারো ও বারো তলায় অবস্থিত।

মানিকন্ট্রোল ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ ডিসেম্বর মান্যতাকে দেওয়া প্রথম উপহারের দলিল করা হয়। কিন্তু ২৯ ডিসেম্বর মান্যতা সেটি ফেরত দেন।

‘খলনায়ক’ সিনেমাখ্যাত সঞ্জয়ের তৃতীয় স্ত্রী মান্যতা। ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়। তাদের দুই সন্তান—ইকরা ও শাহরান।

বর্তমানে সঞ্জয়ের ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘কেজিএফ: চ্যাপটার টু’, ‘শমশেরা’ ও ‘পৃথ্বীরাজ’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়