ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দল থেকে মুক্তি চাইলেন অভিনেত্রী দেবশ্রী রায়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ১৬ মার্চ ২০২১  
দল থেকে মুক্তি চাইলেন অভিনেত্রী দেবশ্রী রায়

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ছাড়ার ঘোষণা দিলেন রায়দিঘির বিদায়ী বিধায়ক অভিনেত্রী দেবশ্রী রায়। সোমবার (১৫ মার্চ) তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি বরাবর পাঠানো এক চিঠিতে একথা জানান তিনি।  

তৃণমূলের কাছ থেকে মুক্তি চেয়ে দেবশ্রী চিঠিতে লিখেন—‘আমি আজ থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করছি।  আমি দলের কোনো পদে না থাকায় পদত্যাগের প্রয়োজন নেই। কিন্তু দীর্ঘ ১০ বছর রায়দিঘির বিধায়ক থাকায় দলের সঙ্গে যে সম্পর্ক ছিল তা থেকে মুক্তি চাইছি। আমাকে দীর্ঘ সময় সাধারণ মানুষের জন্য কাজ করতে দেওয়ায় দলের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।’

দীর্ঘদিন তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর দল ছাড়ার ব্যাখ্যা করে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেবশ্রী বলেন—‘দলের জন্য কী করিনি! দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাকে মঞ্চে নাচতে বলেছেন নেচেছি।  পঞ্চকন্যা অনুষ্ঠানে রানিকে (অভিনেত্রী রানি মুখোপাধ্যায়) এনে দিতে বলেছেন, দিয়েছি।  কিন্তু দল আমাকে কী দিয়েছে।  দুবার বিধায়ক হয়েছি।  কিন্তু মন্ত্রিত্ব তো দূরের কথা, দল বা সরকারের কোনো কমিটিতেও জায়গা পাইনি।’

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম পশ্চিমবঙ্গ। তৃণমূল থেকে অনেক তারকা শিল্পী বিজেপিতে যোগ দিয়েছেন। এ বিষয়ে কী ভাবছেন দেবশ্রী? জবাবে এ অভিনেত্রী বলেন—‘এখনো কিছু ভাবিনি।  অভিনয়ে ফেরার ইচ্ছা আছে।  কয়েকটি প্রস্তাব পেয়েছি।  তবে সম্মানের সঙ্গে কেউ ডাকলে ভেবে দেখব।’

দেবশ্রীর প্রথম নায়ক মিঠুন চক্রবর্তী। ‘নদী থেকে সাগরে’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। এদিকে কিছুদিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী।  প্রথম নায়ককে অনুসরণ করার কোনো ইচ্ছা রয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে দেবশ্রী রায় বলেন—‘সম্প্রতি একটি শুটিং সেটে দেখা হয়েছিল মিঠুনদার সঙ্গে।  তারপর তিনি বিজেপিতে যোগ দিলেন।  মিঠুনদার সঙ্গে আমার রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি।’

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে দুইবারের নির্বাচিত বিধায়ক ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়।  বেশ কয়েক বছর ধরে তার বিরুদ্ধে নিজের এলাকায় নিষ্ক্রিয়তার অভিযোগ ছিল।  এছাড়া টোটা দুর্নীতিসহ একাধিক অভিযোগ রয়েছে দেবশ্রী রায়ের বিরুদ্ধে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়