ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নজর কেড়েছে ‘ভাগিনা’ দীপুর মুখে ডিপজলের সংলাপ (ভিডিও)

প্রকাশিত: ১৭:৩৭, ২৩ মার্চ ২০২১   আপডেট: ১৭:৫৯, ২৩ মার্চ ২০২১

‘আহো ভাতিজা আহো’, ‘সানডে মানডে ক্লোজ কইর‌্যা দিমু’, ‘তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস’—ডিপজলের এমন বেশ কিছু সংলাপ দর্শকদের মন কেড়েছে।

এবার ডিপজলের আলোচিত এসব সংলাপ আওড়ালেন ‘ভাগিনা দীপু’। চলচ্চিত্রাঙ্গনে তাকে সবাই এই নামে ডাকেন। আর তারই একটি ভিডিও অন্তর্জালে নজর কেড়েছে। 

আরো পড়ুন:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ইউটিউব চ্যানেল খুলেছেন। এই চ্যানেলে ডিপজলের সঙ্গে বিভিন্ন কমেডিতে কাজ করছেন ছোট দীপু বা ভাগিনা দীপু।।

সম্প্রতি ডিপজল তার ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যায়, ডিপজলের অফিসে অবস্থান করছেন দীপু। এ সময় ডিপজলের বেশ কয়েকটি সংলাপ বলেন দীপু। আর ডিপজলের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করেন তিনি। ডিপজলের নতুন সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। এতে অভিনয় করছেন দীপু।  

নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই অভিনয় করেছেন ডিপজল। তবে খল অভিনেতা হিসেবে অধিক পরিচিত তিনি। পর্দায় যেমনই থাকুক না কেন, বাস্তব জীবনে হিরোর ভূমিকায় দেখা গেছে তাকে। মনোয়ার হোসেন ডিপজল বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়