ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পয়লা বৈশাখে ত্রিবেণীতে গাইবেন শফি মণ্ডল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ১৪ এপ্রিল ২০২১  
পয়লা বৈশাখে ত্রিবেণীতে গাইবেন শফি মণ্ডল

ত্রিবেণীতে আজ গাইবেন শফি মণ্ডল

বাউল শিল্পী শফি মণ্ডল। ছোটবেলায় গানের হাতে খড়ি মামাতো ভাই সাবদার হোসেনের কাছে। পরিবারে গানের পরিবেশ না থাকলেও পেয়েছেন সমর্থন। ১৯৭৯ সালে উচ্চাঙ্গ সংগীতের তালিম নেন ভারতের সাধন মুখার্জির কাছে। গুরুর পরামর্শেই বেছে নেন সুফি গানের পথ। কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর গ্রামের এই শিল্পীর বাউল গানই ধ্যান-জ্ঞ্যান।

আজ (বুধবার, ১৪ এপ্রিল-২০২১) রাত ১০টায় প্রচারিত হবে ত্রিবেণী’র ৪৭তম পর্ব। বাউল সম্রাট খ্যাত এই শিল্পী গাইবেন রাইজিংবিডির সাপ্তাহিক আয়োজনে। লালনের গানে মাতাবেন দর্শকদের।

আরো পড়ুন:

১৯৮৩ সাল থেকে পুরোদমে বাউল গানে মনোনিবেশ করেন শফি। ‘ভাবনগর’ নামের একটি সংগঠনের মাধ্যমে আগ্রহীদের বাউল গান শেখান। তার প্রথম গানের অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯৫ সালে। নিজস্ব আশ্রমে ঢাকা ও কুমিল্লায় গান শেখান তিনি।

ত্রিবেণীতে গাইতে পেরে আনন্দিত এই শিল্পী। বলেন, ‘ত্রিবেণী, একটি অনুষ্ঠানের নাম এমন হতে পারে সত্যিই অভাবনীয়। নামটি প্রশংসাযোগ্য। বাউল শিল্পীরা এমন মুক্ত অনুষ্ঠানে আসতে আগ্রহী। তারা মন খুলে কথা বলতে চান। ত্রিবেণী সেরকমেরই একটি অনুষ্ঠান।’

উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডিতে নিয়মিত প্রচারিত হচ্ছে সাহিত্য ও সংগীত বিষয়ক ব্যতিক্রমী লাইভ শো ‘ত্রিবেণী’। অল্প সময়ের মধ্যেই সংগীত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে এই শো। করোনা দুর্যোগের সময় দর্শক-শ্রোতা ও পাঠকদের নির্মল বিনোদন দিতে অনুষ্ঠানটির আয়োজন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত এই অনুষ্ঠানের উপজীব্য গান, কথা ও কবিতা।

প্রতি বুধবার রাত ১০টায় রাইজিংবিডি ডটকমের ফেসবুক পেজ থেকে প্রিমিয়ার হিসেবে অনুষ্ঠানটি সম্প্রপ্রচারিত হচ্ছে। বিনোদন, শিল্প-সাহিত্য, খেলাধুলা, করপোরেট ও প্রযুক্তি ক্ষেত্রে তারকা ব্যক্তিত্বদের নিয়ে নিয়মিত আয়োজন করা হচ্ছে টক শো ‘রাইজিংবিডি স্পেশাল’। এছাড়া সম্প্রতি শুরু হয়েছে ক্রীড়া বিষয়ক টক শো। রাইজিংবিডি’র প্রতিটি অনুষ্ঠান দর্শকপ্রিয়তা পেয়েছে। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় একের পর এক বিনোদনধর্মী অনুষ্ঠান আয়োজন করছে রাইজিংবিডি।

লেখক, সাংবাদিক, উপস্থাপক ও করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের উপস্থাপনায় চলছে এসব আয়োজন। পাশাপাশি এই সংবাদমাধ্যমের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

উদয় হাকিম বলেন, ত্রিবেণী শো’ এখন রাইজিংবিডি’র অবিচ্ছেদ্য অংশ। সংগীত বোদ্ধাদের কাছে মানসম্মত একটি অনুষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে। এখানে প্রতিশুতিশীল ও প্রতিভাবান শিল্পীদের প্রতিভাকে তুলে ধরা হচ্ছে। শিল্পীরা যাতে তাদের সৃজনশীল চর্চার সুযোগ পান, স্বীকৃতি পান সে জন্যই রাইজিংবিডির এই আয়োজন। ত্রিবেণী যেমন দিন দিন দর্শকপ্রিয়তা পেয়েছে, তেমনি শিল্পীরাও সুযোগ পেয়েছেন নিজেদের মেলে ধরার। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় ত্রিবেণী’র পরিধি বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, পয়লা বৈশাখ আমাদের অসাম্প্রদায়িক চেতনার উন্মেষ ঘটায়। এই উৎসব ঘিরে আমাদের জাতীয় সাংস্কৃতিক চেতনা আবর্তিত হয়। এসব বিবেচনায় পহেলা বৈশাখ খুবই গুরুত্বপূর্ণ। দেশে ধর্ম, বর্ণ, সংস্কৃতিতে ভিন্ন ভিন্ন সম্প্রদায় থাকলেও চেতনাগত দিক থেকে আমরা সহমত পোষণ করি। পহেলা বৈশাখ উপলক্ষে ত্রিবেণীর এমন আয়োজন দর্শকদের আনন্দিত করবে।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিল্পীদের নিয়ে রাইজিংবিডির বিশেষ এই আয়োজন ত্রিবেণী। এখানে যেমন তারকা শিল্পীরা থাকছেন, তেমনি থাকছেন প্রতিভাবান নবীনরাও। নবীন-প্রবীণের মেলবন্ধন ত্রিবেণী।

ত্রিবেণী বিষয়ে যে কোনো জিজ্ঞাস্য বা পরামর্শ থাকলে যোগাযোগ করতে পারেন এই ই-মেইলে ([email protected]) অথবা ত্রিবেণী ফেসবুক পেজের মাধ্যমে (https://www.facebook.com/Tribeni.Risingbd)। সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে- ০১৫৭২১৬৮১৯৪। অনুষ্ঠানটি দেখা যাবে (https://www.facebook.com/risingbd) এই লিঙ্কে।

ঢাকা/মাহফুজ/ইভা ​​​​​​​

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়