ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে কবরীর ছেলে

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ১৯ এপ্রিল ২০২১   আপডেট: ১৯:২৩, ১৯ এপ্রিল ২০২১
করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে কবরীর ছেলে

বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরী গত ১৬ এপ্রিল দিবগত রাতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এদিকে আজ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তার ছেলে শাকের চিশতী। কবরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মায়ের দেখাশোনা করেছেন।

শাকের চিশতী গতকাল (১৮ এপ্রিল) রাত থেকেই জ্বরে ভুগছেন। খাবারের স্বাদ-গন্ধ পাচ্ছেন না। এ অবস্থায় দ্রুত চিকিৎসকের সঙ্গে তিনি কথা বলেন। তার পরামর্শে সরকারি হাসপাতালে যোগাযোগ করেন। সেখানেই করোনার পরীক্ষা করান তিনি। এরপর সেখানে ভর্তি হতে না পেরে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

শাকের চিশতীর ফুসফুসের সিটিস্ক্যান করানো হয়েছে। এখনো রিপোর্ট পাননি। পেলে বিস্তারিত জানা যাবে বলে এই প্রতিবেদককে তিনি জানিয়েছেন।

মা সারাহ বেগম কবরী হাসপাতালে ভর্তির পর থেকেই সঙ্গে ছিলেন শাকের চিশতী। মায়ের মৃত্যুর দুদিন পর করোনার উপসর্গ দেখা দেয় তার।

ঢাকা/রাহাত সাইফুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়