ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘গল্পের প্রয়োজনে কাছাকাছি আসতেই হয়’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২৩ এপ্রিল ২০২১  
‘গল্পের প্রয়োজনে কাছাকাছি আসতেই হয়’

করোনা সংক্রমণ রোধে দেশে লকডাউন চলছে। এ পরিস্থিতিতে অনেক অভিনয়শিল্পী শুটিং করছেন না। আবার অনেকে স্বাস্থ‌্যবিধি মেনে শুটিং করছেন। এ তালিকায় রয়েছেন এ সময়ের আলোচিত অভিনেত্রী তাসনুভা তিশা।

কীভাবে শুটিং করছেন তা জানিয়ে তিশা বলেন—সবাই অনেক আতঙ্ক নিয়ে কাজ করেন। কলাকুশলীরা স্বাস্থ্যবিধি মানছেন। কিন্তু সব সময় শিল্পীদের মাস্ক পরার সুযোগ থাকে না। শুটিং ও মেকআপের সময় মাস্ক খুলে রাখতে হয়।অর্থাৎ ভয়টা থেকেই যায়।

নাটক-টেলিফিল্মের গল্পের প্রয়োজন অনেক সময় ঘনিষ্ঠ দৃশ‌্যে অভিনয় করতে হয় শিল্পীদের। এ সব দৃশ‌্যের শুটিং কীভাবে করছেন? এ বিষয়ে তিশা বলেন—কিছু করার নেই। গল্পের প্রয়োজনে কাছাকাছি আসতেই হয়। রোমান্টিক দৃশ্য কোনোভাবেই এড়ানো যাচ্ছে না। গল্পের প্রয়োজনে দৃশ্যগুলো করতে হচ্ছে।

টেলিভিশন নাটকের পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন ওয়েব ফিল্মে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব‌্যাচ ২০০৩’। এ সিনেমায় আরো অভিনয় করেছেন—কাজী নওশাবা আহমেদ, শিপন মিত্র, তন্ময়, শারমিন আঁখি প্রমুখ। মুক্তির পর সিনেমাটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়