Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মে ২০২১ ||  বৈশাখ ২৩ ১৪২৮ ||  ২৩ রমজান ১৪৪২

একসঙ্গে মিশা-বুবলী-রোশান

প্রকাশিত: ১২:১২, ৪ মে ২০২১   আপডেট: ১২:২৩, ৪ মে ২০২১
একসঙ্গে মিশা-বুবলী-রোশান

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মিশা সওদাগর ও চিত্রনায়িকা শবনম বুবলী একসঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন। এবারই প্রথম নন্দিত এই অভিনেতার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক রোশান। তবে এর আগে একটি সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেন তিনি।

সোমবার (৩ মে) রাতে গুলশানের একটি রেস্তোরাঁয় মিশা সওদাগর, বুবলী ও রোশানকে নিয়ে ‘রিভেঞ্জ’ সিনেমার ঘোষণা দেন এর পরিচালক ইকবাল। যদিও আগেই রোশানকে নায়ক এবং খলনায়ক হিসেবে মিশা সওদাগরকে চূড়ান্ত করেছিলেন, এবার নিলেন বুবলীকে।

‘রিভেঞ্জ’ সিনেমার ঘোষণা অনুষ্ঠানে মিশা সওদাগর, বুবলী, রোশান ছাড়াও উপস্থিত ছিলেন এল আর খান সীমান্ত, আবদুল্লাহ জহির বাবু প্রমুখ।

বুবলী বলেন, ‘আমার প্রথম সিনেমা ‘বসগিরি’ হলেও প্রথম সেন্সর পাওয়া সিনেমা ‘শুটার’। এর প্রযোজক ইকবাল ভাই। পরে ‘পাসওয়ার্ড’, ‘বীর’ সিনেমায় অভিনয় করি। কিছুটা বিরতির পর আবারো তার প্রযোজনায় ‘রিভেঞ্জ’ করতে যাচ্ছি। এটি নিঃসন্দেহে ভালো লাগার।’

মিশা সওদাগরের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, ‘শুরু থেকে আমার প্রায় সবগুলো সিনেমায় মিশা ভাইয়া ছিলেন। এখানেও তিনি আছেন। আশা করছি, ভালো কিছু হবে। এই খারাপ সময়েও যারা চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিচ্ছেন তারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য।’

এর আগে বুবলী-রোশান একসঙ্গে কাজ করেছেন। তবে এবারই প্রথম একক নায়ক হিসেবে তাকে পাচ্ছেন রোশান। বিষয়টি উল্লেখ করে এই চিত্রনায়ক বলেন, ‘একক নায়ক হিসেবে বুবলীকে প্রথম পাচ্ছি। এছাড়া মিশা সওদাগর ভাইয়ের সাথে প্রথম কাজ করতে যাচ্ছি। তাই সিনেমাটিতে কাজের সুযোগ আসা মাত্রই রাজি হই।’

আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে ২০ মে থেকে ‘রিভেঞ্জ’ সিনেমার শুটিং শুরু হবে। তবে তা নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। কেরানীগঞ্জ ও মাদারীপুরের বিভিন্ন স্থানে দৃশ‌্যধারণের কাজ হবে বলেও জানান প্রযোজক ইকবাল।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়