ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঈদের তৃতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ১৬ মে ২০২১   আপডেট: ০৯:১৫, ১৬ মে ২০২১
ঈদের তৃতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ থাকে নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। যদিও করোনা সংকটের কারণে এই আয়োজন কিছুটা সীমিত। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের তৃতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচারিত হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

মাছরাঙা

সন্ধ্যা ৬টায় প্রচার হবে নাটক: বিএফ। রচনা ও পরিচালনা: শায়াদ মামুর কাব্য। অভিনয়ে: সজল, সালহা নাদিয়া প্রমুখ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: ফেকবুক। রচনা: নির্জন মমিন। পরিচালনা: সহিদ উন নবী। অভিনয়ে: মীর সাব্বির, উর্মিলা প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে নাটক: আই সি ইউ। রচনা: মুনতাহা বৃত্তা। পরিচালনা: রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে: জোভান, কেয়া পায়েল প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে নাটক: ক্যান্ডি ক্র্যাশ। 

চ্যানেল আই

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক: আমার প্রাণের মানুষ আছে প্রাণে। রচনা: সোহেল আরমান। পরিচালনা: নাজমুল রনি। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নুর প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: কক্সবাজারে কাকাতুয়া। রচনা: ফরিদুর রেজা সাগর। পরিচালনা: আফজাল হোসেন। অভিনয়ে: আফজাল হোসেন, সুমন প্রমুখ। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: সীমার। রচনা ও পরিচালনা: এ আর আকাশ। অভিনয়ে: মোশাররফ করিম, তাসনুভা তিশা প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক: তাকে ভালোবাসা বলে। রচনা ও পরিচালনা: মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে: আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ।

এটিএন বাংলা

সকাল ৯টায় প্রচার হবে নাটক: রোমিও জুলিয়েট। রচনা: সারোয়ার রেজা জিমি, পরিচালনা: তুহিন হোসেন। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: দৌড়ের উপর। রচনা: পারভেজ ইমাম, পরিচালনা: সোহেল তালুকদার।অভিনয়ে: মীর সাব্বির, নাদিয়া, আ খ ম হাসান, সামিনা বাশার, মাহমুদুল ইসলাম মিঠু, ওবিদ রেহান, শফিক খান দিলু, আশরাফ কবীর প্রমুখ। রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে নাটক: তুমি কি আমারই। রচনা ও পরিচালনা: মুহম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে: জোভান, তানজিন তিশা, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী প্রমুখ। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: পিলিয়ার। রচনা: বৃন্দাবন দাস, পরিচালনা: শামীম জামান। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, তানজিকা, আরফান, শাহনাজ খুশি, শামীম জামান, মাহা, বৃন্দাবন দাস, সামিনা, আমানুল হক হেলাল প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: কাল রাত আজ রাত। পরিচালনা: রিদম খান শাহীন। 

এনটিভি

সকাল ৯টায় প্রচার হবে নাটক: রঞ্জনা আমি আবার আসবো। রচনা: অপূর্ণ রুবেল। পরিচালনা: মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে: আফরান নিশো, মেহজাবিন, মাহমুদুল ইসলাম মিঠু, এস এম মহসিন, মম আলী প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: শেফালির প্রেমিকেরা। রচনা: কাজী শাহিদুল ইসলাম। পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: তানজিন তিশা, মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, ইশতিয়াক আহমেদ রুমেল, জান্নাতুল শ্রাবন্তী, স্বর্ণলতা, খলিলুর রহমান কাদেরী, রেজা প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে নাটক: দশ লাখ মার্বেল। রচনা ও পরিচালনা: ইমরাউল রাফাত। অভিনয়ে: মোশাররফ করিম, মম, সাবেরী আলম, মাসুম বাশার, শেলী আহসান, মাহাবুব, মুক্ত, আনিকা সুপ্ত প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: কাঁটা হেরি ক্ষান্ত কেন। রচনা: বৃন্দাবন দাশ। পরিচালনা: দীপু হাজরা। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, প্রাণ রায়, নাদিয়া মীম, শাহনাজ খুশী, শিরিন আলম, আশরাফ, সোমা প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে নাটক: তেজপাতা। রচনা: রাজিব আহমেদ। পরিচালনা: রুবেল হাসান। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর, মুনিরা মিঠু প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে নাটক: গল্পটা তোমার জন্য নয়। রচনা: মো. সাইফুর রহমান কাজল। পরিচালনা: মেহেদী হাসান জনি। অভিনয়ে: শার্লিন ফারজানা, মনোজ প্রামাণিক, ফখরুল বাশার মাসুম, আযম খান প্রমুখ। 

দীপ্ত টিভি

বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: মরনোত্তম, পরিচালনায়: সঞ্জয় সমাদ্দার, অভিনয়ে: ইলিয়াস কাঞ্চন, শহিদুজ্জামান সেলিম, মাহিমা। সন্ধ্যা ৭টায় প্রচার হবে নাটক: চালাক আলীর তালাক, পরিচালনায়: শেখ সেলিম, অভিনয়ে: জাহিদ হাসান, তানিয়া বৃষ্টি। সন্ধ্যা ৮টায় প্রচার হবে নাটক: আমি মিথিলা না, পরিচালনায়: গৌতম কৈরী, অভিনয়ে: মিথিলা। রাত ১০টায় প্রচার হবে শর্টফিল্ম: লাশে গেলাম ফেসে, পরিচালনায়: তানিম রহমান অংশু, অভিনয়ে: চমক, লুৎফুর রহমান জর্জ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে শর্টফিল্ম: এক ভাই চম্পা, পরিচালনায়: শাফায়েত মানসুর রানা, অভিনয়ে: চমক, ইরফান সাজ্জাদ। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে নাটক: আওয়াজ, পরিচালনায়: হৃদয়, অভিনয়ে: তৌসিফ, পায়েল।  রাত ১২টা ১০ মিনিটে প্রচার হবে নাটক: ইরিনা, পরিচালনায়: ভিকি জাহেদ, অভিনয়ে: নিশো, মেহজাবিন।

চ্যানেল নাইন

সন্ধ্যা ৭টায় প্রচার হবে নাটক: নোভেল রাইটার। পরিচালনা: কাজী সাইফ আহমেদ। অভিনয়ে: মুকিত জাকারিয়া, মৌমিতা প্রমুখ। রাত সাড়ে ৮টায় প্রচার হবে নাটক: অ্যাওয়ার্ড। রচনা ও পরিচালনা: সোহাগ রানা। অভিনয়ে: জোভান, তাসনিয়া ফারিন, মনিরা মিঠু প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে নাটক: বিএ পাশ আব্বাস। অভিনয়ে: তাসনুভা তিশা, মুকিত জাকারিয়া, শাহিল আহমেদ প্রমুখ। রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: আমরা আমরাই। পরিচালনা: সেলিম রেজা। অভিনয়ে: মিশু চৌধুরী, নীলা প্রমুখ।

ঢাকা/শান্ত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়