ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মুটিয়ে যাওয়া’ আনুশকার ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ১৬ মে ২০২১   আপডেট: ১৭:২৩, ১৬ মে ২০২১
‘মুটিয়ে যাওয়া’ আনুশকার ছবি ভাইরাল

‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেত্রী আনুশকা শেঠি। ভারতের দক্ষিণী সিনেমার নায়িকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আনুশকার একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে তাকে দেখে অবাক অনুরাগীরা। গত ডিসেম্বরে তোলা মেকআপ ছাড়া এই ছবিতে ট্র্যাকশুট পরে আছেন তিনি। কিন্তু সবার নজরে পড়ছে তার ওজন। আগে এই অভিনেত্রীর ওজন বেশি থাকলেও সিনেমার জন্য তা কমিয়েছিলেন তিনি। তবে করোনার এই সময়ে অনেকটাই ‘মুটিয়ে গেছেন’ বলে মনে করছেন ভক্তরা।

আরো পড়ুন:

তবে মুটিয়ে গেলেও তার প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। ছবির নিচে নানা রকম মন্তব্য করেছেন তারা। একজন লিখেছেন, ‘যেমনই হোক না কেন তিনি অভিনেত্রীদের দেবী হয়ে থাকবেন।’ অন্যজন মন্তব্য করেছেন, ‘কিউট’। অপর একজন লেখেন, ‘আপনি অসাধারণ দেখতে।’ যদিও ভাইরাল হওয়া এই ছবি নিয়ে কোনো মন্তব্য করেননি অনুশকা।

বর্তমানে পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে রয়েছেন তিনি। করোনা মহামারির কারণে শুটিংও বন্ধ রেখেছেন এই অভিনেত্রী।

আনুশকা শেঠি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিঃশব্দম’। গত বছরের ২ অক্টোবর তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পায় এটি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন— আর. মাধবন, অঞ্জলি, শুবারাজু, মার্কিন অভিনেতা মাইকেল ম্যাডসেন প্রমুখ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়