ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আমার একটা ‘চুল’ ছিঁড়ে দেখাও: নোবেল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১৮ মে ২০২১   আপডেট: ১২:৫৮, ১৮ মে ২০২১
আমার একটা ‘চুল’ ছিঁড়ে দেখাও: নোবেল

সংগীতাঙ্গনের বহুল চর্চিত নাম মাইনুল আহসান নোবেল। ভারতের জি-বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা ২০১৯’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন তিনি। এই শোয়ে অন্যের গাওয়া গান কাভার করে খুব অল্প সময়ের মধ্যে শ্রোতাপ্রিয়তা লাভ করেন তিনি।

সংগীত ক্যারিয়ারের শুরু থেকেই বিতর্কে জড়ান নোবেল। বিতর্ক যেন তার নিত‌্যসঙ্গী। এদিকে গত ১৬ মে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস পরিবারের সদস্য ও সময় টিভির স্টাফ রিপোর্টার আল কাছিরকে অপহরণের হুমকি দেন নোবেল। তারপর নতুন করে সমালোচনার মুখে পড়েছেন। অন‌্যদিকে সাংবাদিকদের চ‌্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই কণ্ঠশিল্পী।

সোমবার (১৭ মে) তার ফ‌্যান পেজে একটি স্ট‌্যাটাস দিয়েছেন নোবেল। তাতে ‘কুরুচিপূর্ণ’ শব্দ ব‌্যবহার করে নোবেল লিখেন—‘‘পৃথিবীর সমস্ত সাংবাদিকদের ওপেন চ্যালেঞ্জ! আমার একটা ‘চুল’ ছিঁড়ে দেখাও! প্লিজ, অনেক দিন ‘চুল’ কাটি নাই।’’

এই স্ট‌্যাটাস দেওয়ার পর তাতে রিঅ‌্যাক্ট পড়েছে ৯৩ হাজার। মন্তব‌্য পড়েছে ৩৩ হাজারের বেশি। অধিকাংশ মন্তব‌্য নেতিবাচক। তাজমিনুল হক লিখেছেন—‘এভাবে সবাই ওকে গালিগালাজ করলেও কিন্তু ওই ইতরের ফলোয়ার লিস্ট বড় হবে। সে ইচ্ছা করেই এসব উল্টাপাল্টা লিখে যাতে পাবলিক এটেনশন দেয়। বরং সবাই ওকে ব্লক করুন।’ আব্দুল বাতেন লিখেছেন, ‘ভাই আপনি যে একজন অভদ্র সেটা এভাবে প্রুভ করার দরকার ছিল না ফেসবুকে।’ এমন অসংখ‌্য মন্তব‌্য ভরে আছে কমেন্ট বক্স।

এর আগে মাঈনুল আহসান নোবেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে পোস্ট দেন। দেশের জাতীয় সংগীত নিয়ে আপত্তিকর মন্তব্য, লিজেন্ড শিল্পীদের নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাসও দিয়েছিলেন নোবেল। সর্বশেষ সংগীত পরিচালক আহমেদ হুমায়ূনের সঙ্গে গানের মালিকানা নিয়ে বিবাদে জড়ান। এ নিয়ে দুজন পাল্টাপাল্টি স্ট্যাটাসও দিয়েছেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ