ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিনেমা হল এখন খাবার হোটেল

প্রকাশিত: ১৪:৪৯, ৬ জুন ২০২১   আপডেট: ১৪:৫১, ৬ জুন ২০২১
সিনেমা হল এখন খাবার হোটেল

উত্তরা টকিজ এখন খাবার হোটেল

দিনাজপুর জেলার পার্বতীপুরের বৃহৎ সিনেমা হল উত্তরা টকিজ বন্ধ হয়ে গেছে। তাতে আর রুপালি পর্দার আলো নেই। এখন বানানো হয়েছে খাবার হোটেল। এটিই ছিল জেলার সর্বশেষ প্রেক্ষাগৃহ।

২০১৯ সালে বন্ধ হয়ে যায় উত্তরা টকিজ। এরপর তা ভেঙে ফেলা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, মেশিনঘরটি এখনো অক্ষত রয়েছে। অক্ষত রয়েছে নিচতলার প্রবেশদ্বার ও টিকিট কাউন্টার। আর সামনের এই অংশটিই এখন খাবারের হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সিনেমা হলের নাম অনুসারে হোটেলের নামও রাখা হয়েছে উত্তরা হোটেল। খোঁজ নিয়ে জানা যায়, মূল মালিকের কাছ থেকে একজন নারী জায়গাটি ভাড়া নিয়ে হোটেলটি পরিচালনা করছেন।

১৯৮৫ সালে পার্বতীপুর পৌর শহরের নতুন বাজারে যৌথ মালিকানায় নির্মাণ করা হয় উত্তরা টকিজ নামে এই সিনেমা হল। এক সময় সিনেমা হলটির জৌলুস ছড়াত শহর থেকে গ্রামগঞ্জে। পার্শ্ববর্তী বদরগঞ্জ ও চিরিরবন্দর উপজেলা থেকেও সিনেমা উপভোগের জন্য দর্শকের সমাগম হতো।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়