Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ জুলাই ২০২১ ||  শ্রাবণ ৯ ১৪২৮ ||  ১২ জিলহজ ১৪৪২

ঘাম ঝরাচ্ছেন সেই বীথি 

প্রকাশিত: ১৮:১৬, ৯ জুন ২০২১   আপডেট: ০৯:৫০, ১০ জুন ২০২১
ঘাম ঝরাচ্ছেন সেই বীথি 

‘কই রইলা রে, বন্ধু কই রইলা রে’ শিরোনামে গ্রামীণফোনের বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচিত হন বীথি রানী সরকার। ২০১০ সালে এই বিজ্ঞাপনের মাধ্যমে তিনি মিডিয়ায় পা রাখেন। এরপর অসংখ্য বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে কাজ করেছেন। পেয়েছেন একাধিক পুরস্কার-স্বীকৃতি। বর্তমানে মিডিয়ায় তার উপস্থিতি কম। মিডিয়ায় পুনরায় সরব হতে নিজেকে প্রস্তুত করছেন এই নায়িকা। 

বীথি ফেইসবুকে কিছু ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায় জিম করে ঘাম ঝরাচ্ছেন এই মডেল, অভিনেত্রী। নিজেকে বদলানোর প্রচেষ্টার কথাও লিখেছেন তিনি।

বীথি অভিনীত ‘হেড মাস্টার’ এবং ‘হরিযুপীয়া’ প্রশংসিত দুটি সিনেমা। দুটি সিনেমাতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ সিনেমায় ভিন্ন একটি চরিত্রে অভিনয়ের পাশাপাশি আইটেম গানেও তাকে দেখা গেছে। এদিকে ইমপ্রেস টেলিছবির ব্যানারে নির্মিত ‘কালের পুতুল’, ‘কারণ তোমায় ভালোবাসি’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। 

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়