ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিয়ের মিথ‌্যা তথ‌্য, রাজনৈতিক চাপে পড়তে পারেন নুসরাত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ১০ জুন ২০২১   আপডেট: ১৫:৫৭, ১০ জুন ২০২১
বিয়ের মিথ‌্যা তথ‌্য, রাজনৈতিক চাপে পড়তে পারেন নুসরাত

‘আমি নুসরাত জাহান রুহি জৈন। লোকসভার সদস‌্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি।’—লোকসভায় শপথ গ্রহণের সময় এভাবেই কথাগুলো বলেছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান। শপথ গ্রহণের সেই ভিডিও পুনরায় আলোচনায় নিয়ে এলেন বিজেপির আইটি সেলের সর্বভারতীয় প্রধান অমিত মালব্য।

বৃহস্পতিবার (১০ জুন) ভিডিওটি পোস্ট করে অমিত টুইটে লিখেছেন, ‘তৃণমূল সাংসদ নুসরাত জাহান রুহি জৈনের ব্যক্তিগত জীবন, তিনি কাকে বিয়ে করেছেন, কার সঙ্গে লিভ-ইন করছেন তা নিয়ে কারো কিছু বলার নেই। কিন্তু তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংসদের রেকর্ড অনুযায়ী নিখিল জৈনকে বিয়ে করেছেন তিনি। তবে কি সংসদে অসত্য ভাষণ দিয়েছিলেন তিনি?’

২০১৯ সালের ১৯ জুন তুরস্কে ধর্মীয় রীতি মেনে বিয়ে করেন নিখিল-নুসরাত। কিন্তু বুধবার (৯ জুন) নুসরাত জাহান লিখিত এক বিবৃতিতে বলেন, ‘তুরস্কের বিবাহ আইন অনুসারে আমাদের বিয়ের অনুষ্ঠান অবৈধ। উপরন্তু হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। সুতরাং এটা বিয়েই নয়। আমি নিখিলের সঙ্গে লিভ-ইন করেছি। ফলে বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’

এ বক্তব‌্য প্রকশ্যে আসার পর হইচই পড়ে যায়। কোনো জনপ্রতিনিধি সংসদে অসত্য তথ্য দিলে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা যায়। তারই পরিপ্রেক্ষিতে নুসরাতের বিরোধী দল বিজেপি থেকে তার বিরুদ্ধে রাজনৈতিক চাপ তৈরির ইঙ্গিত দিয়েছেন অমিত। এ বিষয়ে অমিত মালব‌্য বলেন—‘এখন সংসদ বন্ধ রয়েছে। সংসদ চালু হলে আমরা কী করব তা জানাব।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়