Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৮ অক্টোবর ২০২১ ||  কার্তিক ২ ১৪২৮ ||  ০৯ রবিউল আউয়াল ১৪৪৩

শুটিংয়ে ফিরলেন অন্তঃসত্ত্বা নুসরাত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ২৪ জুন ২০২১   আপডেট: ১৪:৩৮, ২৪ জুন ২০২১
শুটিংয়ে ফিরলেন অন্তঃসত্ত্বা নুসরাত

শুটিংয়ে ফিরলেন অন্তঃসত্ত্বা নুসরাত জাহান। বুধবার (২৩ জুন) একটি বিজ্ঞাপনের শুটিং করেন সময়ের এই আলোচিত অভিনেত্রী। এসময় সঙ্গে ছিলেন নুসরাতের পুরো টিম।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, একটি ডিটারজেন্টের বিজ্ঞাপনের শুটিং করেছেন নুসরাত। সেই লুক প্রকাশ্যে না এলেও, এদিন শুটিং সেটে একটি কালো রঙের হুডি পরে হাজির হয়েছিলেন তিনি। অন্যদিকে ছাই রঙের পোশাক পরে এদিন ভ্যানিটি ভ্যানের ভেতরে সেলফি তুলেন নুসরাত। যা প্রকাশ‌্যে এসেছে।

২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে বিয়ে করেন নিখিল জৈন ও নুসরাত জাহান। তবে এক বছরের মাথায় তাদের দাম্পত‌্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন এই যুগল। কিছুদিন আগে নুসরাত জানান, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন, তাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি।

এই বিবৃতির দু-দিন পর প্রকাশ্যে আসে তার বেবি বাম্পের ছবি। কিন্তু নিখিল দাবি করেন এ সন্তানের বাবা তিনি নন। শুরু হয় তুমুল সমালোচনা। অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেম এখন টলিউডের ওপেন সিক্রেট। নেটিজেনদের ধারণা, নুসরাতের সন্তানের বাবা যশ দাশগুপ্ত। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেননি নুসরাত-যশ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়