ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহরুখ খানের সিনেমার সঙ্গে টক্কর দিতে চান নির্মাতা

রাহাত সাইফুল  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ২৮ জুন ২০২১  
শাহরুখ খানের সিনেমার সঙ্গে টক্কর দিতে চান নির্মাতা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত প্রযোজক মোহাম্মদ ইকবাল। শাকিব খানের বন্ধু হিসেবে সর্বমহলে তিনি পরিচিত। ‘রিভেঞ্জ’ চলচ্চিত্রের মাধ্যমে এই প্রযোজক পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

আসছে ঈদ। গুঞ্জন রয়েছে ঈদে শাকিব খানের ‘লিডার, আমিই বাংলাদেশ’ মুক্তি পাবে। ঈদে মোহাম্মদ ইকবালও চাচ্ছেন ‘রিভেঞ্জ’ মুক্তি দিতে। ফলে অনেকে প্রশ্ন তুলেছেন- দেশের শীর্ষ নায়কের সিনেমার সঙ্গে একই সময়ে সিনেমা মুক্তি দেয়া ঠিক হবে কিনা? এ বিষয়ে নির্মাতা ইকবাল যথেষ্ট আত্মবিশ্বাসী। সেই বিশ্বাস থেকেই সমালোচকদের কড়া জবাব দিয়েছেন নবাগত এই নির্মাতা।

মোহাম্মদ ইকবাল রাইজিংবিডিকে বলেন, ‘এটা কেমন প্রশ্ন? আমার সিনেমার গল্প, আর্টিস্ট, বাজেট কোনো কিছুতে কমতি নেই। প্রয়োজন অনুযায়ী লোকেশনে শুটিং করছি। আমার বিশ্বাস দেখার মতো একটা সিনেমা হবে। তা হলে কেন মুক্তি দিতে ভয় থাকবে?’ 
‘শাহরুখ খানের সিনেমার সঙ্গেও ‘রিভেঞ্জ’ মুক্তি দিতে প্রস্তুত আছি’ জানিয়ে এই নির্মাতা বলেন, ‘আমি মনে করি, যে কারো সিনেমার সঙ্গে ফাইট দিতে পারবে আমার সিনেমা।’

যদিও কোরবানি ঈদে সিনেমা মুক্তি নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। ইতোমধ্যেই কঠোর লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। সে ক্ষেত্রে সবটাই নির্ভর করছে সিনেমা হল খোলা থাকার উপর। এ প্রসঙ্গে ইকবাল বলেন, ‘তা হলে অন্য যে কোনো ভালো সময়ে মুক্তি দেব। আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। আপাতত শুটিং বন্ধ রেখেছি। পরিস্থিতি শিথিল হলেই সামান্য যে কাজটুকু বাকি রয়েছে করে ফেলবো।’ 

আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন রোশান ও শবনম বুবলী। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মিশা সওদাগর।

ঢাকা/তারা

সর্বশেষ

পাঠকপ্রিয়