ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সস্ত্রীক করোনায় আক্রান্ত গীতিকার ফজল-এ-খোদা

সাংস্কৃতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ২ জুলাই ২০২১   আপডেট: ১৬:১৪, ৪ জুলাই ২০২১
সস্ত্রীক করোনায় আক্রান্ত গীতিকার ফজল-এ-খোদা

গীতিকার ফজল-এ-খোদা (ছবি: তাপস রায়)

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রখ‌্যাত গীতিকার ফজল-এ-খোদা। বুধবার (৩০ জুন) নগরীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮১ বছর বয়েসী এই শিল্পীকে।

ফজল-এ-খোদার ছেলে সজীব ওনাসিস বলেন—‘কিছুদিন আগে আমার বড় ভাই করোনায় আক্রান্ত হন, পরে আমার বাবা-মাও আক্রান্ত হন। মঙ্গলবার (২৯ জুন) করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট পাওয়ার পর বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করেছি।’

অনেক কালজয়ী গানের গীতিকার ফজল-এ-খোদা। তার লেখা উল্লেখযোগ্য গান হলো—‘সালাম সালাম হাজার সালাম’, ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘ভালোবাসার মূল্য কত, ‘আমি কিছু জানি না’, ‘কলসি কাঁখে ঘাটে যায় কোন রূপসী’, ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘ভাবনা আমার আহত পাখির মতো’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘বউ কথা কও পাখির ডাকে ঘুম ভাঙেরে’, ‘খোকন মণি রাগ করে না’।

১৯৪১ সালের ৯ মার্চ পাবনা জেলার বেড়া থানার বনগ্রামে জন্মগ্রহণ করেন ফজল-এ-খোদা। ১৯৬৩ সালে বেতারে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৬৪ সালে টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। ছড়াকার হিসেবে লেখালেখি শুরু করেছিলেন। দেশাত্মবোধক, আধুনিক, লোকসংগীত এবং ইসলামি গান লিখে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়