ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তানিন সুবহার ‘জামাই দুই নম্বরী’

প্রকাশিত: ১১:৫৪, ১১ জুলাই ২০২১  
তানিন সুবহার ‘জামাই দুই নম্বরী’

ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন অভিনেত্রী তানিন সুবহা। তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। নাটক ও মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। ঈদুল আজহা উপলক্ষে কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করলেন তানিন। এর মধ্যে অন্যতম ‘জামাই দুই নম্বরী’।

কমল সরকার রচিত এ নাটক পরিচালনা করেছেন চিত্র নির্মাতা সাদেক সিদ্দিকী। ঈদুল আজহায় এটিএন বাংলায় প্রচার হবে এটি।

আরো পড়ুন:

এ প্রসঙ্গে তানিন সুবহা বলেন, ‘জামাই দুই নম্বরী’ নাটকটি পুরোপুরি কমেডি ঘরানার। এতে কাজ করে বেশ আনন্দ পেয়েছি। নাটকটির গল্পও বেশ দারুণ। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

২০১৫ সালে আজাদ কালাম পরিচালিত ‘জমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন তানিন। এ নাটকের মাধ্যমে মিডিয়ায় অভিষেক ঘটে তার। তারপর থেকে অভিনয়ে নিয়মিত।

তানিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দেমাগ’। ২০১৯ সালে মুক্তি পায় এটি। সিনেমাটি পরিচালনা করেন মুকুল নেত্রবাদী। নয়ন মাহমুদের ‘মোমের পুতুল’, জাবেদ জাহিদের ‘দুই রাজকন্যা’, আনোয়ার শিকদারের ‘রাজা-রানীর গল্প’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়