ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের বিশেষ আয়োজন: ত্রিবেণীতে আজ গাইবেন সাইদুল আলম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ২০ জুলাই ২০২১   আপডেট: ০৯:৫০, ২০ জুলাই ২০২১
ঈদের বিশেষ আয়োজন: ত্রিবেণীতে আজ গাইবেন সাইদুল আলম

ত্রিবেণীতে আজ গাইবেন সাইদুল আলম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কণ্ঠশিল্পী সাইদুল আলম। ছোটবেলা থেকেই গান চর্চা করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী নিয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন। বর্তমানে হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার তিনি। সরকারি চাকরির পাশাপাশি গান নিয়েও ব্যস্ত রয়েছেন। পছন্দের শীর্ষে লোকসংগীত। বিভিন্ন দৈনিকে বাউল গান নিয়ে লিখছেন গবেষণাধর্মী কলাম।

কোরবানির ঈদ উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন নিয়ে ত্রিবেণী হাজির হয়েছে দর্শকের সামনে। ঈদের ছুটির সময়ে দর্শকদের সুস্থ বিনোদন দিতে থাকছে দুই দিনব্যাপী বিশেষ সঙ্গীতানুষ্ঠান। বিশেষ ঈদ আয়োজনে আজ (জুলাই ২০, ২০২১) রাত ১০ টায় গান গাইবেন প্রতিভাবান তরুণ কণ্ঠশিল্পী রুবেল সাইদুল আলম। ত্রিবেণীর ৬২তম পর্বে লোকসংগীত পরিবেশন করবেন এই বিসিএস কর্মকর্তা।

আরো পড়ুন:

দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডিতে নিয়মিত প্রচারিত হচ্ছে সাহিত্য ও সংগীত বিষয়ক ব্যতিক্রমী লাইভ শো ‘ত্রিবেণী’। অল্প সময়ের মধ্যেই সংগীত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে এই শো। করোনা দুর্যোগের সময় দর্শক-শ্রোতা ও পাঠকদের নির্মল বিনোদন দিতে অনুষ্ঠানটির আয়োজন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত এই অনুষ্ঠানের উপজীব্য গান, কথা ও কবিতা।

প্রতি বুধবার রাত ১০টায় রাইজিংবিডি ডটকমের ফেসবুক পেজ থেকে লাইভ অথবা প্রিমিয়ার হিসেবে ত্রিবেণী সম্প্রপ্রচারিত হচ্ছে। বিনোদন, শিল্প-সাহিত্য, খেলাধুলা, করপোরেট ও প্রযুক্তি ক্ষেত্রে তারকা ব্যক্তিত্বদের নিয়ে নিয়মিত আয়োজন করা হচ্ছে টক শো ‘রাইজিংবিডি স্পেশাল’। রাইজিংবিডি’র প্রতিটি অনুষ্ঠান দর্শকপ্রিয়তা পেয়েছে। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় একের পর এক সৃষ্টিশীল অনুষ্ঠানের আয়োজন করছে রাইজিংবিডি।

লেখক, সাংবাদিক, উপস্থাপক ও করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের উপস্থাপনায় চলছে ওই আয়োজন। পাশাপাশি এই সংবাদমাধ্যমের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

ফকির লালন সাঁইজি, শাহ আব্দুল করিম, উকিল মুন্সিসহ বাউল ঘরানার মহাজনদের গান শুনতে ও নিজের কণ্ঠে গাইতে পছন্দ করেন সাইদুল আলম। ২০১২ সালে প্রথম পরীক্ষাতেই সাইদুল আলম ৩০তম বিসিএসের মাধ্যমে সহকারী কমিশনার পদে ক্যাডার সার্ভিসে প্রবেশ করেন। ২০২০ সালের এপ্রিল মাসে তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর এ যোগদান করেন।
উপস্থাপক উদয় হাকিম বলেন, সারাদেশের কণ্ঠশিল্পীদের নিয়ে গান-আড্ডার অনুষ্ঠান ত্রিবেণী। করোনাকালে দর্শক-শ্রোতাদের ভিন্নধারার আনন্দ দিতে চেষ্টা করছি আমরা। সারাবছরই সুস্থ বিনোদন প্রচারে সচেষ্ট ত্রিবেণী। আমরা সবসময় সুস্থ বিনোদনের পক্ষে। সবসময় দর্শকদের কথা চিন্তা করেই অনুষ্ঠান নির্মাণ ও প্রচারিত হয়। দর্শক সন্তুষ্টিই প্রাধান্য দিই আমরা। নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ঈদ ও বিশেষ দিবসেও বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়। প্রতি বছরের মতো এবারের ঈদুল আজহাতেও দুই দিনব্যাপী বিশেষ আয়োজন থাকছে। বরাবরের মতো এবারের ঈদেও দর্শক ত্রিবেণীর সঙ্গেই থাকবেন বলে আমাদের বিশ্বাস।

ত্রিবেণী বিষয়ে কোনো কিছু জানতে চাইলে যোগাযোগ করতে পারেন এই ই-মেইলে ([email protected]); অথবা ত্রিবেণী ফেসবুক পেজের মাধ্যমে (https://www.facebook.com/Tribeni.Risingbd)। সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে- ০১৫৭২১৬৮১৯৪। অনুষ্ঠানটি দেখা যাবে (https://www.facebook.com/risingbd) এই লিঙ্কে।

ঢাকা/মাহফুজ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়