Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ১৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ২ ১৪২৮ ||  ০৮ সফর ১৪৪৩

নাক কাটা গেলো সারার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ৩ আগস্ট ২০২১   আপডেট: ১০:২৭, ৪ আগস্ট ২০২১
নাক কাটা গেলো সারার

জনপ্রিয় অভিনেত্রী সারা আলী খান। নাক কেটেছে তার।

মঙ্গলবার (৩ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন সারা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইটটিতে কৌতুক করে তার নাক কাটার বিষয়টি ভক্তদের জানান এই অভিনেত্রী।

ভিডিওতে দেখা যায়, তার বহুল আলোচিত নক নক কৌতুকটি বলছেন সারা। আর তার নাক ব্যান্ডেজ দিয়ে ঢেকে রেখেছেন। ব্যান্ডেজ সরিয়ে ফেলার পর নাকের উপরের অংশে অনেক বড় ক্ষত বেরিয়ে আসে। ভিডিওর নিচে ক্যাপশনে সারা লিখেছেন, ‘দুঃখিত আম্মা-আব্বা, আমি নাক কেটে ফেলেছি।’

সারা বিষয়টি মজার ছলে প্রকাশ করলেও ভক্তরা কিন্তু এটি নিয়ে বেশ চিন্তিত। কীভাবে তিনি আহত হলেন তা নিয়ে কৌতূহলী তারা। ভিডিওর নিচে একজন প্রশ্ন করেছেন, ‘কি হয়েছে?’ অপর একজন জানতে চেয়েছেন, ‘আমার সারা কি হয়েছে?’

সারা আলী খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি নম্বর ওয়ান’। তার পরবর্তী সিনেমা ‘আতরাঙ্গি রে’। এতে তার সঙ্গে আরো আছেন অক্ষয় কুমার ও ধানুশ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়