ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন প্রেমে সাইফকন্যা সারা!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ১ জুলাই ২০২১   আপডেট: ১২:২২, ১ জুলাই ২০২১
নতুন প্রেমে সাইফকন্যা সারা!

বলিউড অভিনেত্রী সারা আলী খান। তার আরেক পরিচয় তিনি অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের মেয়ে।

সিনেমায় নাম লেখানোর আগে থেকেই ব্যক্তিগত নানা কারণে আলোচনায় ছিলেন সারা। ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখানোর পর থেকে একাধিকবার তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। সুশান্ত সিং রাজপুত ও কার্তিক আরিয়ানের সঙ্গে সারার নাম জড়িয়ে অনেক কানাঘুষাও হয়েছে।

আরো পড়ুন:

তবে সেগুলো এখন অতীত। সারার প্রেম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বুধবার (৩০ জুন) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে জেহান হন্ডার সঙ্গে একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। এমনকি জেহানও একই ছবি পোস্ট করেছেন। ছবিতে তাদের পোশাকেরও মিল দেখা গেছে। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেরই ধারণা, প্রেম করছেন সাইফকন্যা।

জেহান হন্ডা সারার প্রথম সিনেমা ‘কেদারনাথ’-এর সহপরিচালক ছিলেন। সম্প্রতি এই অভিনেত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়েছে। প্রায়ই মুম্বাইয়ে বিভিন্ন স্থানের এই দু’জনকে একসঙ্গে দেখা যায়।

বর্তমানে সারার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘আতরাঙ্গি রে’, ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ ও দিনেশ বিজনের ম্যাডক্স ফিল্মসের একটি সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়