জামিন পেলেই পালাবেন রাজ!
জামিনে ছাড়া পেলেই পালানোর চেষ্টা করবেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এমনটাই আশঙ্কা মুম্বাই পুলিশের।
রাজ কুন্দ্রার জামিনের বিরোধিতা করে আদালতে পুলিশ জানিয়েছে, যেহেতু তদন্ত এখনো চলছে, তাই তথ্য প্রমাণ এখনো পুরোপুরি সংগ্রহ হয়নি। এই অবস্থায় রাজ কুন্দ্রা ছাড়া পেলে প্রমাণ নষ্ট করার চেষ্টা করবেন বলে তাদের ধারণা। পাশাপাশি সাক্ষীদেরও প্রভাবিত করতে পারেন।
এছাড়া রাজ কুন্দ্রা ব্রিটিশ নাগরিক হওয়ায় জামিন পেয়ে ভারতে ছেড়ে পালিয়ে যেতে পারেন বলেও মুম্বাই পুলিশের আশঙ্কা। পুলিশ সন্দেহ করছেন, ছাড়া পেয়ে শিল্পার স্বামী আবারো পর্নোগ্রাফি ভিডিও তৈরি করতে পারেন। শুধু তাই নয়, রাজ কুন্দ্রাকে মুক্তি দিলে তা সমাজের মানুষকে ভুল বার্তা দেওয়া হবে বলে জানায় পুলিশ।
গত ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের ৪২০ (প্রতারণা), ৩৪, ২৯২ ও ২৯৩ (অশ্লীল ছবি ও অশালীন বিজ্ঞাপন তৈরি এবং তা প্রচার) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
গ্রেপ্তারের পরদিন রাজকে ২৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। এরপর তা বাড়িয়ে ২৭ জুলাই করা হয়। এরপর তাকে ১৪ দিন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বোম্বে উচ্চ আদালত। তারপর থেকে আর্থার রোডের কারাগারে রয়েছেন রাজ কুন্দ্রা।
ঢাকা/মারুফ