ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুটিং সেটে চোট পেলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ২৮ আগস্ট ২০২১   আপডেট: ১৫:৩৫, ২৮ আগস্ট ২০২১
শুটিং সেটে চোট পেলেন প্রিয়াঙ্কা

জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে হলিউড প্রজেক্ট নিয়েই ব্যস্ত তিনি।

প্রিয়াঙ্কার পরবর্তী প্রজেক্টগুলোর একটি ‘সিটাডেল’। সম্প্রতি এই টিভি সিরিজের শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন এই অভিনেত্রী। শুক্রবার (২৭ আগস্ট) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে রক্তমাখা মুখের ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে ‘বলিউডের দেশি গার্ল’ লিখলেন, ‘কোনটা সত্যি আর কোনটা সত্যি নয়?’

আরো পড়ুন:

এরপর এক ভক্তের উত্তর শেয়ার করেন প্রিয়াঙ্কা। সেই ভক্ত জানান, তার গালের চোট আসল, কপালের নয়। তবে সেই উত্তর ভুল জানিয়ে ‘দোস্তানা’ অভিনেত্রী লেখেন, ভ্রুর কাছে কাটা দাগ আসল। সেখানেই তিনি আঘাত পেয়েছেন। এমনকি ছবি জুম করে ডান চোখের ভ্রুর ওপর কেটে যাওয়ার দাগ যে আসল সেটাও সকলকে বুঝিয়ে দেন পিগি চপস।

স্পাই-থ্রিলার টিভি সিরিজ ‘সিটাডেল’। সিরিজের নির্বাহী প্রযোজক রুশো ব্রাদার্স। এতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে এক গুপ্তচরের ভূমিকায়। অ্যামাজন প্রাইমে এই সিরিজটি দেখা যাবে।

এছাড়াও রোমান্টিক ঘরানার ‘টেক্সট ফর ইউ’ সিনেমায় অভিনয় করছেন তিনি। বহুল আলোচিত ‘ম্যাট্রিক্স-ফোর’ সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়