ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরীমনি পেলেন ‘ভালোবাসার উপহার’

প্রকাশিত: ১৩:৫৮, ৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৪:০১, ৯ সেপ্টেম্বর ২০২১
পরীমনি পেলেন ‘ভালোবাসার উপহার’

কিছু পেলে কিছু দিতে হয়। পরীমনি জামিনে মুক্তি পেয়ে ফিরে আসার পর তার সঙ্গে দেখা করতে যান নবাগতা নায়িকা রাজ রিপা। এ সময় পরীমনি তাকে সোনার পায়েল উপহার দেন। এবার রাজ রিপা পরীমনিকে উপহার দিলেন আই ফোন। 

জানা যায়, পরীমনি ও রাজ রিপার সম্পর্ক এখন বেশ মধুর। তারা পরস্পর বোন সম্বোধন করেন। উপহার প্রসঙ্গে রাজ রিপা বলেন, ‘পরী আপি আমার বড় বোন। তার জন্য আমার ছোট্ট একটু ভালোবাসা। এটি ভালোবাসার উপহার।’

আরো পড়ুন:

মূলত পরীমনির মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন হয়। সেখানে অংশ নেন রাজ রিপা। বিষয়টি জানতে পেরে পরীমনি যেমন আবেগাপ্লুত হয়েছেন, একইভাবে রাজ রিপাও মনে করেন মানুষ হিসেবে পরীমনি অসাধারণ! ‘সত্যিকার অর্থেই ভালো মনের মানুষ তিনি’ বলেন রিপা।

পরীমনিকে দামি একটি মোবাইল ফোন উপহার দিয়েছেন রিপা। যার বাজার মূল্য লাখ টাকার বেশি।

রাজ রিপা জাতীয় ব্যাডমিন্টন দলের সদস্য। খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে এখন ঢালিউডে ব্যস্ত। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমায় অভিনয় করেছেন রাজ রিপা। তার বিপরীতে এ সিনেমায় আছেন সাতজন নায়ক।  

ঢাকা/রাহাত সাইফুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়