ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘জুনিয়র আর্টিস্টের জুতার ফিতাও বেঁধেছি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ১৪ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:৫৪, ১৪ সেপ্টেম্বর ২০২১
‘জুনিয়র আর্টিস্টের জুতার ফিতাও বেঁধেছি’

অভিনেতা জাভেদ জাফরির ছেলে মিজান জাফরি। ‘মালাল’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন তিনি। কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই অভিনেতার ‘হাঙ্গামা-টু’।

এদিকে অভিনয়ের পাশাপাশি নির্মাতা সঞ্জয় লীলা বানসালির সহকারী হিসেবে কাজ করেছেন মিজান। ‘পদ্মাবত’ সিনেমায় সহকারীর পাশাপাশি রণবীর সিংয়ের বডি ডাবল হিসেবে কাজ করেছেন। নায়ক হিসেবে অভিষেকের পরও ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমায় বানসালির সহকারী ছিলেন তিনি।

মিজান জাফরি বলেন, ‘অনেকেই অবাক হয়েছেন। কারণ নায়ক হিসেবে কাজ করার পর সচরাচর এমনটা দেখা যায় না। সেটে ক্ল্যাপ স্টিক ধরা, জুনিয়র আর্টিস্টদের একত্রিত করতে হয়। আর সঞ্জয় স্যারের সেটে কমপক্ষে ৩০০ জন জুনিয়র আর্টিস্ট থাকে। অনেকেই জানতে চাইছে, কীভাবে এটি করছি। বুঝতে পারি না মানুষ কেন এটাকে ছোটভাবে দেখছে। এটি আমাকে ভবিষ্যতে সাহায্য করবে। অনেক কিছু শিখতে পারব।’

নায়ক হয়েছেন জন্যই সহকারী পরিচালকের কাজ ছেড়ে দিতে চান না মিজান। এই অভিনেতার ভাষায়, ‘সেটে দৌড়াদৌড়ি করেছি, জুনিয়র আর্টিস্টের জুতার ফিতাও বেঁধেছি, তাদের স্যান্ডেল পরিয়েছি, সেটের সব কাজই করেছি। সিনেমা নির্মাণের প্রক্রিয়াটি আমি পছন্দ করি। তাই এগুলো আমার কাছে কোনো ব্যাপার নয়।’

গত ২৩ জুলাই মুক্তি পেয়েছে ‘হাঙ্গামা-টু’। এটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন। সিনেমাটিতে আরো অভিনয় করছেন— জনি লিভার, রাজপাল যাদব, প্রাণিতা সুভাষ, টিকু তালসানিয়া, আশুতোষ রানা প্রমুখ। তার পরবর্তী সিনেমার বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি মিজান জাফরি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়