রাশেদ সীমান্তের কর্মফল
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ছোটপর্দার অভিনেতা রাশেদ সীমান্ত নিয়মিত নাটকে অভিনয় করছেন। এরই ধারাবাহিকতায় ‘কর্মফল’ নামে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন তিনি। আগামী ১ অক্টোবর সাড়ে আটটায় বৈশাখী টিভি পর্দায় দেখা যাবে ভিন্ন এক রাশেদ সীমান্তকে।
আল হাজেনের পরিচালনায় নাটকটি লিখেছেন বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। মিড এন্টারপ্রাইজের প্রযোজনায় রাশেদ সীমান্ত ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শামীমা নাজনীন, তানজিকা আমিন, ডা. এজাজ, রিমি করিমসহ আরো অনেকে।
নাটক প্রসঙ্গে লেখক টিপু আলম মিলন বলেন, ‘মা বাবা আর একমাত্র বোন নিয়ে সুখের সংসার সুমনের। বাড়ির সবাই জীবন সম্পর্কে সচেতন হলেও সুমন একটু বেখেয়ালি। এলাকার চৌরাস্তার মোড়ে চায়ের দোকান, যার মালিক ডা. এজাজ। এই দোকান ঘিরেই চলে বন্ধুদের নিয়ে সুমনের আড্ডা, হৈচৈ আর হৈ-হল্লা। হঠাৎ করেই করোনা মহামারি আঘাত হানে পুরো দেশে। সুমনদের গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সবাই স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার করলেও কোনো বালাই নেই তাদের। এসব নিয়ে তারা হাসি তামাশা করে। তাদের সাথে যোগ দেয় দোকানদার ডা. এজাজ। সুমনের কোনো বন্ধু হয়তো মাস্ক ব্যবহার করলো তো শুরু হলো তার প্রতি নির্যাতন, জরিমানা। এর পরে ঘটনার মোর নেয়। এভাবেই এর গল্প এগিয়ে যায়।’
ঢাকা/রাহাত সাইফুল