ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিন বন্ধুর গল্প

প্রকাশিত: ১৪:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৫:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০২১
তিন বন্ধুর গল্প

কাদের, কামাল, অনিল— তিন বন্ধু। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কাদের ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত। অন্যদিকে কামাল কবিতা, সাহিত্য নিয়ে ব্যস্ত। এর মধ্যেই যুদ্ধের ডাক আসে। তিন বন্ধুই যুদ্ধে চলে যায়। তাদের এক বন্ধু যুদ্ধে শহীদ হন। তিন বন্ধুর এমন গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘জয় বাংলা’ সিনেমা।

কাজী হায়াৎ পরিচালিত সরকারি অনুদানের এই সিনেমায় শ্রাবণ শাহ ছাত্রনেতা কাদের চরিত্রে আর চিত্রনায়ক বাপ্পি চৌধুরী কবি কামাল চরিত্রে অভিনয় করছেন। অন্যদিক রাতুলকে দেখা যাবে অনিল চরিত্রে।

আরো পড়ুন:

এর আগে ‘আপন মানুষ’, ‘অশান্ত মেয়ে’, ‘দাবাং’ সহ দশটির মতো সিনেমায় অভিনয় করেছেন শ্রাবণ শাহ। এবারই প্রথম কাজী হায়াতের নির্দেশনায় অভিনয়ের সুযোগ পেলেন তিনি। এফডিসিতে সিনেমাটির দৃশ‌্যধারণের কাজ চলছে।

শুটিং স্পট থেকে রাইজিংবিডিকে শ্রাবণ বলেন, ‘আমি মনে করি, সরকারি অনুদানের সিনেমা জনগণের সিনেমা। এ সিনেমার টাকা যেহেতু তাদের, তাই সকলের উচিত সিনেমাটি একবার হলেও দেখা। এই সিনেমায় তাদের হক আছে। আমরা চেষ্টা করছি দায়বদ্ধতা থেকে ভালো একটি সিনেমা উপহার দেয়ার। কেমন করতে পারছি বাকিটা দর্শক সিনেমা দেখলে বুঝবেন। সিনেমাটির গল্প মুক্তিযুদ্ধভিত্তিক হলেও অন্যভাবে তৈরি করা হচ্ছে এটি।’

শ্রাবণ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন—বাপ্পী চৌধুরী, জাহারা মিতু, নাদের চৌধুরী, রেবেকা, রাতুল।

মুনতাসীর মামুনের উপন্যাস ‘জয় বাংলা’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পূর্বের সময় থেকে একাত্তরের ১৬ ডিসেম্বর পর্যন্ত উঠে আসবে ‘জয় বাংলা’ সিনেমায়। টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে এটি প্রযোজনা করছেন মিঠু শিকদার। ২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছে ‘জয় বাংলা’।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়