ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্ষমা চাইলেন রাজামৌলি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ২৮ নভেম্বর ২০২১   আপডেট: ১৫:৩৭, ২৮ নভেম্বর ২০২১
ক্ষমা চাইলেন রাজামৌলি

ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় নির্মাতা এস এস রাজামৌলি। তামিল মিডিয়ার কাছে ক্ষমা চাইলেন তিনি।

গত দুই দশকের ১১টি সিনেমা পরিচালনা করেছেন রাজামৌলি। প্রতিটিই বক্স অফিস হিট। বিশেষ করে ‘বাহুবলি’ সিনেমাটি তার জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিয়েছে।

আরো পড়ুন:

রাজামৌলির পরবর্তী সিনেমা ‘ট্রিপল আর’। বর্তমানে সিনেমাটির প্রচার নিয়ে ব্যস্ত এই নির্মাতা। সম্প্রতি সিনেমাটির ‘জননী’ গানের তামিল সংস্করণ প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। এই সময় গত তিন বছর ধরে তামিল মিডিয়ার সঙ্গে যোগাযোগ করতে না পারার জন্য ক্ষমা চান।

এছাড়া ‘বাহুবলি’ সিনেমার সময় সহযোগিতার জন্য তামিল দর্শকদের ধন্যবাদ জানান রাজামৌলি। তিনি জানান, তামিল ভাষা বুঝলেও এখনো ঠিক মতো বলতে পারেন না। তবে ধীরে ধীরে তা আয়ত্ব করার চেষ্টা করছেন।

কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ। ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করছে ডিভিভি নায়া।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়