ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুলতা রাও হবেন মিম

প্রকাশিত: ১৮:০৮, ২৮ নভেম্বর ২০২১   আপডেট: ১৮:১৩, ২৮ নভেম্বর ২০২১
সুলতা রাও হবেন মিম

ষাটের দশকের জনপ্রিয় ‘মাসুদ রানা’ সিরিজের চরিত্র অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছে জাজ মাল্টিমিডিয়া। কাজী আনোয়ার হোসেনের স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রের নাম ‘এমআর-৯ মাসুদ রানা’। করোনার কারণে সিনেমাটির কাজ থেমে ছিল। এবার এই সিনেমায় যুক্ত হলে বিদ্যা সিনহা মিম। 

সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়ে মিম জানান, ‘এমআর নাইন’ সিনেমাটিতে যুক্ত হয়েছেন তিনি। এতে এবি এম সুমনের বিপরীতে দেখা যাবে তাকে। তার চরিত্রের নাম সুলতা রাও। তিনি ভারতীয় গুপ্তচর। এ প্রসঙ্গে মিম বলেন, ‘প্রযোজক আব্দুল আজিজ ভাইসহ সিনেমাটির সংশ্লিষ্ট কয়েকজন আমাদের বাসায় এসেছিলেন। আলাপ-আলোচনা শেষে চুক্তিবদ্ধ হয়েছি।’

আরো পড়ুন:

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর সিনেমাটি নির্মাণ করবেন। সিনেমাটিতে মাসুদ রানার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবি এম সুমনকে। জাজ মাল্টিমিডিয়ায় প্রযোজিত এ সিনেমার সঙ্গী হয়েছে হলিউডের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট। সিনেমাটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, সাজ্জাদ, সাঞ্জু জন, জেসিয়া, হলিউডের মাইকেল জে হোয়াইট, লুইস ট্যান্টসহ অনেকে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এর দৃশ্যধারণ শুরু করা হবে। বাংলাদেশে এর প্রথম লটের শুটিং করা হবে। মাঝে এক সপ্তাহ বিরতি দিয়ে যুক্তরাষ্ট্রে শুটিং শুরু হবে। সেখানে টানা ১৫ দিন শুটিং চলবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়