ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৫০ কোটি টাকার মানহানির মামলা 

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ২৭ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৪:৪১, ২৭ ডিসেম্বর ২০২১
৫০ কোটি টাকার মানহানির মামলা 

২০২১-এর শেষ ক’টা দিন পার করছি আমরা। বছরজুড়ে পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে। বিভিন্ন অঙ্গনের মতো বাংলাদেশের ছোটপর্দা ও সংগীতাঙ্গনের তারকাদের কেন্দ্র করেও ঘটেছে নানা ঘটনা। আইনি জটিলতায় পড়েছেন বেশ ক’জন তারকা। ঘটনাগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। বিশেষ করে মোশাররফ করিমের নামে মামলা হলে বিষয়টি আলোচনার জন্ম দেয়।

চলতি বছর আইনজীবীদের কটাক্ষ করে নাটকে সংলাপ বলায় ৫০ কোটি টাকার মানহানির মামলার গ্যাড়াকলে পড়েন মোশাররফ করিম। শুধু তিনি নন, সহ-অভিনেতা ফারুক আহমেদসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন মো. রফিকুল ইসলাম হোসাইনী নামে এক আইনজীবী।

গত ১৮ জুলাই কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে এই মামলা দায়ের করেন রফিকুল ইসলাম। মামলার আরজিতে উল্লেখ করা হয়— গত ৯ জুলাই বেলা ১১টায় বৈশাখী ইউটিউব চ্যানেলে আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় নাটক ‘হাইপ্রেসার-২’ প্রচারিত হয়। নাটকের ৩৫ থেকে ৫০ মিনিট এবং ১৩০ থেকে ১৫০ মিনিটের মধ্যে আইনজীবীদের নিয়ে কটাক্ষ করা হয়। আইনজীবীদের হেয় করে উপস্থাপন করা হয়। এজন্য ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন এই আইনজীবী।

শান্ত/তারা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়