ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বঙ্গবন্ধুকে নিয়ে যাত্রাপালা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ৭ জানুয়ারি ২০২২   আপডেট: ১৬:৩৫, ৭ জানুয়ারি ২০২২
বঙ্গবন্ধুকে নিয়ে যাত্রাপালা

‘নিঃসঙ্গ লড়াই’ যাত্রাপালার পোস্টার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি হয়েছে যাত্রাপালা। পাকিস্তানের লায়ালপুর জেলখানার বন্দি জীবনীভিত্তিক কাহিনি নিয়েই গড়ে উঠেছে যাত্রাপালা ‘নিঃসঙ্গ লড়াই’।

শুক্রবার (৭ জানুয়ারি) ও শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে এটি। এর পালাকার মাসুম রেজা। নির্দেশনায় রয়েছেন সাইদুর রহমান লিপন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ যাত্রাপালাটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।

পালাকার মাসুম রেজা বলেন—‘সত্যাশ্রয়ী গল্প নিয়ে যাত্রাপালাটি লিখেছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির আমন্ত্রণে। এটি আমার লেখা প্রথম যাত্রাপালা। আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পালাটি পরিচালনা করছে সাইদুর রহমান লিপন। তার সুনিপুন নির্দেশনায় একটা সফল যাত্রাপালা আমরা মঞ্চে দেখতে পাবো বলে আমার বিশ্বাস। ওয়াহিদা মল্লিক জলি উপদেষ্টা নির্দেশক হিসেবে কাজ করেছেন। তাদের দু’জনের প্রতিই রইলো আমার কৃতজ্ঞতা। দেশের নানাপ্রান্ত থেকে যাত্রাশিল্পীরা অভিনয় করছেন এই যাত্রাপালায়। তাদের অভিনয়ে ঋদ্ধ হবে এই প্রযোজনাটি। তাদের অভিনয়শৈলীতে মুগ্ধ হবেন সকল দর্শক। এ আমার একান্ত বিশ্বাস।’

বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন মিঠুন ইসলাম টিস্যু। ইয়াহিয়া চরিত্রে এস এম শফি, জুলফিকার আলী ভুট্টোর চরিত্রে দেখা যাবে আফসারুজ্জামান রনিকে। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন—মোস্তফা জাফরুল আজম, সাখাওয়াত হোসেন সেলিম, রাহুল মজুমদার, শান্তনু সাহা, শাহ মো. রইচ উদ্দীন আশীষ, আবুল কালাম আজাদ, পরিতোষ কুমার সাহা, লিয়াকত হোসেন, কাজী রফিকুল ইসলাম, মো. তাহাজ উদ্দীন, মো. সানাউল্লাহ, আসকার আলী ওয়াসিম, তুষার কান্তি মল্লিক, হরেন্দ্রনাথ মন্ডল, শিশির রহমান, জহির রায়হান প্রমুখ।  

আলোক পরিকল্পনা: জুনায়েদ ইউসুফ, পোশাক পরিকল্পনা: এনাম তারা সাকি, সংগীত পরিচালনা: কমল খালিদ, নৃত্য পরিচালনা: অমিত চৌধুরী, রূপসজ্জা: শুভাশীষ দত্ত তন্ময়, অডিও রেকর্ডিং ও এডিটিং: মো. সানজিদুল ইসলাম, পোস্টার ডিজাইন: চারু পিন্টু, গান রচয়িতা: শ্যামল দত্ত, হাফিজ রেদু, জহির রায়হান। যন্ত্রশিল্পী হিসেবে রয়েছেন—গোকুল গোষ, আয়ুব আলী ভুইয়া, রমজানুল হক ইমন, মোহাম্মদ আলী, মানিক খান, ভোলা ভৌমিক, জাহাঙ্গীর মিয়া, মেহেদী হাসান রাব্বি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়