ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেম-বিরহ, হেঁয়ালির গল্প বলবেন তারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ৩০ জানুয়ারি ২০২২  
প্রেম-বিরহ, হেঁয়ালির গল্প বলবেন তারা

রূপা ও অরণ্য চৌধুরী। তারা প্রেমের বাঁধনে আবদ্ধ। একসময় রূপা অরণ্যের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠে। কোনোভাবেই অরণ্যের প্রতি বিশ্বাস ও আস্থা রাখতে পারে না। যার ফলে রূপা তাদের সম্পর্কের ইতি টানতে চায়। কারণ অরণ্যের হেঁয়ালিপনা ও কথার মারপ্যাঁচ।

অরণ্য রূপাকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু তার দুর্বিষহ বেকার জীবনে রূপাকে উৎফুল্ল রাখতেই অরণ্য নানারকম ফাজলামো ও বাঁদরামো দিয়ে তাকে ব্যস্ত রাখতে চায়। কিন্তু শেষমেশ রূপার বিয়ে ঠিক হয়ে যায়; অরণ্য প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। এরপর গল্প মোড় নেয় অন্যদিকে। গল্পের সমাপ্তি জানতে ‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন এর নির্মাতা রুবেল হাসান।

আরো পড়ুন:

সিএমভি প্রযোজিত নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মঈনুল সানু। নাটকটির রূপা ও অরণ্য চরিত্রে অভিনয় করেছেন জোভান আহমেদ ও তাসনিয়া ফারিণ।

নির্মাতা রুবেল হাসান বলেন, ‘নাটকটির পুরো গল্প প্রেম-বিরহ ও হেঁয়ালি দিয়ে সাজানো। জুটি হিসেবে অসাধারণ অভিনয় করেছেন জোভান ও ফারিণ। আশা করছি, দর্শকরা নাটকটি উপভোগ করবেন।’

খুব শিগগির সিএমভি’র ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়