নেচে-গেয়ে গায়ে হলুদের মঞ্চে তিশা (ভিডিও)
বাহারি আলো আর ফুলে সজ্জিত রেস্তোঁরা। তাতে একঝাঁক তরুণ-তরুণী একসঙ্গে প্রবেশ করছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে মিউজিক। কিছুটা সামনে আসার পর দেখা যায়, হেঁটে আসছেন অভিনেত্রী তাসনুভা তিশা। তার পরনে হলুদ রঙের পোশাক। চোখে-মুখে উচ্ছ্বাসের আভা!
তার পাশাপাশি হাঁটছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া, অভিনেতা মনোজ প্রামাণিকসহ আরো অনেকে। এরই মাঝে তিশাকে উদ্দেশ্য করে কেউ একজন বলেন—‘শুধু রোবটের মতো হেঁটে আসলে চলবে না; নাচতে হবে।’ এরপর হাস্যোজ্জ্বল তিশা গানের সঙ্গে নেচে ও ঠোঁট মিলিয়ে এগিয়ে যান গায়ে হলুদের মঞ্চের দিকে।
এর কিছুক্ষণ পর তিশার পাশে এসে বসেন হবু বর সৈয়দ আসকার। তখন মিউজিকের ভলিউম যথেষ্ট বাড়ন্ত; আর এর সঙ্গে শরীর দোলাতে থাকেন আসকার। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী সোমবার (৩১ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয় তিশার গায়ে হলুদের অনুষ্ঠান। এই খণ্ডচিত্রটি তিশার গায়ে হলুদ অনুষ্ঠানের।
রাজধানীর বাংলামোটরের একটি অভিজাত রেস্তোরাঁয় বসেছিল তিশার গায়ে হলুদ অনুষ্ঠানের আসর। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। গত ১৫ জানুয়ারি তিশার বনশ্রীর বাসায় পরিবারের সদস্যদের নিয়ে বাগদান সারেন এই অভিনেত্রী।
বুধবার (২ ফেব্রুয়ারি) তিশার বিয়ে। এসময়ও শুধু দুই পরিবারের সদস্য এবং কাছের কিছু মানুষজন উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। বিবাহোত্তর অনুষ্ঠানের বিষয়ে তিশা বলেন—‘এখনো দিন চূড়ান্ত হয়নি। আসকারের ভাই দেশের বাইরে থাকেন, উনি চলতি মাসের শেষে দেশে আসবেন। তারপর আলোচনা করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে।’
হবু বর সৈয়দ আসকারের সঙ্গে তাসনুভা তিশা
২০২০ সালের ডিসেম্বরে আসকেরের সঙ্গে পরিচয় তিশার। তারপর পরস্পরকে কাছ থেকে দেখা ও জানাশোনা। সময়ের সঙ্গে তাদের মধ্যে গড়ে উঠে ভালোবাসার সম্পর্ক। প্রেমের সম্পর্কে থাকার সময়ে দুই পরিবারকে বিষয়টি জানান তারা। পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারা।
তিশার হবু বর সৈয়দ আসকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর তিশা ভালোবেসে বিয়ে করেন ফারজানুল হককে। এ সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। ২০১৮ সালে তিশা-ফারজানুলের বিবাহবিচ্ছেদ হয়।
ঢাকা/শান্ত