ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিল্পী ইমন খানের ‘নিখোঁজ’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ১৮ জুন ২০২২  

‘আজো প্রতি রাত জেগে থাকি তোমার আশায়’খ্যাত গানের শিল্পী ইমন খান। এই শিল্পীর নতুন গান ‘নিখোঁজ’। 

গতকাল শুক্রবার গানটি আর কে মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় বলে জানান এই শিল্পী। 

‘আমার খোঁজ নেয়ার মানুষ আজ নিজেই নিখোঁজ, আমার সুখ দুঃখের সাথীটারে খুজেই চলি রোজ’-এমন কথামালায় গানটির কথা লিখেছেন নূর হোসেন হৃদয়। সোহেল হৃদয়ের পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আনান খান ও রিয়া আক্তার। 

নির্মাতা সোহেল হৃদয় বলেন, ‘নূর হোসনে হৃদয়ের লেখা ও সুরের গানটিতে অসাধারণ গেয়েছেন ইমন খান। গাজীপুরের একটি লোকেশনে মিউজিক ভিডিওর শ্যুটিং শেষ করে সম্প্রতি ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।’

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়