ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি বড় পর্দার নায়ক: জন আব্রাহাম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ২৩ জুন ২০২২   আপডেট: ১১:৪০, ২৩ জুন ২০২২
আমি বড় পর্দার নায়ক: জন আব্রাহাম

বলিউড অভিনেতা জন আব্রাহাম। প্রায় দুই দশক ধরে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তিনি শুধু বড় পর্দার নায়ক বলে দাবি করেছেন এই অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেন জন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, একই সঙ্গে বাণিজ্যিক ও গল্প নির্ভর দুই ধরনের কাজই করতে চান। হবে ডিজিটাল প্ল্যাটফর্মে তাকে দেখা যাবে না। সেখানে তিনি শুধু প্রযোজক হিসেবে কাজ করবেন।

আরো পড়ুন:

জন বলেন, ‘প্রযোজক হিসেবে আমি ডিজিটাল প্ল্যাটফর্ম পছন্দ করি। আমি এই প্ল্যাটফর্মের দর্শকের জন্য সিনেমা নির্মাণ করবো। কিন্তু অভিনেতা হিসেবে আমার একটা বিষয়ে স্পষ্ট ধারণা যে, সব সময় বড় পর্দায় অভিনয় করবো। আমি বড় পর্দার নায়ক। সেখানেই নিজেকে মেলে ধরতে চাই। এই ক্ষেত্রে আমি বড় পর্দার জন্য সিনেমা নির্মাণ করবো। কারো টয়লেটে যাওয়ার প্রয়োজন হবে তখন আমার সিনেমা বন্ধ করে চলে যাবে, এটা আমার জন্য খুব অসম্মানের। ২৯৯ অথবা ৪৯৯ দিয়ে আমাকে পাওয়া যাবে এতে আমার সমস্যা রয়েছে।’

‘ফোর্স’, ‘সত্যমেভ জয়তে’-এর মতো অ্যাকশন নির্ভর সিনেমায় অভিনয় করেছেন জন আব্রাহাম। এই সিনেমাগুলোর সিক্যুয়েলেও দেখা গেছে তাকে। কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘সত্যমেভ জয়তে-টু’ সিনেমায় তিনটি চরিত্রে দেখা গেছে। এছাড়া ‘ফোর্স-থ্রি’ সিনেমা নিয়েও পরিকল্পনা করছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আমি ফোর্স-থ্রি নির্মাণ করতে চাই। অতীতের তুলনায় এটি আরো অ্যাকশন নির্ভর হবে। এই সিনেমা আমার খুব প্রিয়। ফ্র্যাঞ্চাইজিটি আমি সামনে এগিয়ে নিতে চাই।’

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়