ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারকা হওয়া শাহরুখের কাছ থেকে শিখেছি: মাধবন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ২৮ জুন ২০২২   আপডেট: ১৮:৫৯, ২৮ জুন ২০২২
তারকা হওয়া শাহরুখের কাছ থেকে শিখেছি: মাধবন

মাধবন ও তার স্ত্রীর সঙ্গে শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় অভিনেতা, লেখক, প্রযোজক, পরিচালক রঙ্গনাথন মাধবন।

‘র‌্যাহনা হ্যায় তেরে দিল মে’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেতা। ২০০১ সালে মুক্তি পায় সিনেমাটি। সেই সময় শাহরুখের সঙ্গে তার তুলনাও করেছিলেন কেউ কেউ। মাধবন বলেন, ‘আসলে আমরা যাদের পছন্দ করি, তাদের মতো হয়ে যাই। সিনোটিতে আটকে আটকে কথা বলার অভ্যাসটা শাহরুখের প্রথম সিনেমা থেকেই পেয়েছিলাম।’

আরো পড়ুন:

তবে এখন তাদের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ব্যস্ত শিডিউল সত্ত্বেও মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। এমনকি এজন্য কোনো পারিশ্রমিকও নেননি। মাধবন বলেন, ‘আমার স্ত্রী শাহরুখের অনেক বড় ভক্ত। যখনই দেখা হয়, শাহরুখ তার জন্য বিশেষ কিছু করে। আমি সেটা কখনো ভুলব না। তারকা কীভাবে হতে হয় তা শাহরুখের কাছ থেকে শিখেছি। মানুষের জীবন কীভাবে সহজ করে দিতে হয় তা তার কাছ থেকে শিখেছি।’

ইসরো (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন) বিজ্ঞানী নাম্বি নারায়ণকে নিয়ে ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমাটি তৈরি। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন মাধবন। আগামী ১ জুলাই তামিল, হিন্দি, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় এটি মুক্তি পাবে।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়