ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছেলের স্বপ্নপূরণের জন্য দুবাই পাড়ি দিলেন মাধবন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ২২ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৫:০৫, ২২ ডিসেম্বর ২০২১
ছেলের স্বপ্নপূরণের জন্য দুবাই পাড়ি দিলেন মাধবন

জনপ্রিয় অভিনেতা রঙ্গনাথন মাধবন। ছেলের স্বপপূরণের জন্য দুবাই পাড়ি দিয়েছেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমাখ্যাত এই অভিনেতা।

মাধবনের ছেলে বেদান্ত একজন সাঁতারু। ২০২৬ সালের অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর ছেলের এ লক্ষ্যে যেন কোনো সমস্যা না হয় এরজন্য সব রকমের সহযোগিতা করছেন মাধবন।

করোনা মহামারির কারণে ভারতে সুইমিংপুল বন্ধ রাখা হয়েছে। কিন্তু ছেলের প্রস্তুতি যেন পিছিয়ে না যায় এজন্য স্ত্রী সারিতা ও ছেলেকে নিয়ে দুবাই পাড়ি দিয়েছেন ‘রেহনা হ্যায় তেরি দিল ম্যায়’ অভিনেতা।

এক সাক্ষাৎকারে মাধবন বলেন, ‘কোভিডের কারণে মুম্বাইয়ে সুইমিংপুলগুলো বন্ধ অথবা ভিড় জমে থাকে। আমরা বেদান্তের সঙ্গে দুবাইয়ে আছি। সে একটি বড় পুলে প্রস্তুতি নিচ্ছে। তার অলিম্পিকের প্রস্তুতির জন্য আমি ও স্ত্রী সারিতা তার পাশে আছি।’

বেদান্ত সাঁতারে স্টেট চ্যাম্পিয়ন। মহারাষ্ট্রে ৭টি পদক জিতেছেন তিনি। ১৬ বছর বয়সে বাসনাভাগুড়ি সেন্টারে আয়োজিত প্রতিযোগিতা থেকে পুরস্কারও জিতেছেন তিনি। ছেলের সাফল্যে অত্যন্ত গর্বিত মাধবন এবং তার স্ত্রী।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়