ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারো জুটি বাঁধবেন মাধবন-দিয়া মির্জা

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ২২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আবারো জুটি বাঁধবেন মাধবন-দিয়া মির্জা

‘র‍্যাহনা হ্যায় তেরে দিল মে’ সিনেমার দৃশ্য

গৌতম মেনন পরিচালিত ‘র‌্যাহনা হ্যায় তেরে দিল মে’ সিনেমাটি ২০০১ সাল মুক্তি পায়। এতে জুটি বেঁধে অভিনয় করেন দিয়া মির্জা ও আর মাধবন। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় দিয়া মির্জার।

মুক্তির পর সিনেমাটি তরুণ প্রজন্মের ভক্তদের মাঝে সাড়া ফেললেও ব্যবসায়ীকভাবে সফল হয়নি। এরপর দীর্ঘ ১৯ বছর কেটে গেছে। কিন্তু নির্মিত হয়নি সিনেমাটির সিক্যুয়েল। এবার সিনেমাটির সিক্যুয়েল নির্মিত হতে যাচ্ছে। আর এর মাধ্যমে আবারো জুটি বাঁধবেন মাধবন-দিয়া মির্জা। মিড-ডে এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন—নির্মাতারা বছরের পর বছর ধরে সিনেমাটির চিত্রনাট্য খুঁজছিলেন। অবশেষে একটি চিত্রনাট্য তাদের পছন্দ হয়েছে। চিত্রনাট্যের কাজ শেষের দিকে। চিত্রনাট্যটি সবারই ভালো লেগেছে। এ বিষয়ে অভিনয়শিল্পীদের সঙ্গে কথা বলছেন নির্মাতারা।

এ বিষয়ে মিড-ডে থেকে প্রযোজক জ্যাকির সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

‘র‌্যাহনা হ্যায় তেরে দিল মে’ সিনেমায় আরো অভিনয় করেছিলেন—সাইফ আলী খান, অনুপম খের,  ভ্রাজেশ হির্জী প্রমুখ।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়