ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি সিঙ্গেল এবং এটাই সত্যি: কার্তিক আরিয়ান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১ সেপ্টেম্বর ২০২২  
আমি সিঙ্গেল এবং এটাই সত্যি: কার্তিক আরিয়ান

জনপ্রিয় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। মাঝে অভিনেত্রী সারা আলী খানের সঙ্গে তার প্রেম নিয়ে বলিপাড়ায় অনেক চর্চা হয়েছে। তবে গত এক বছর ধরে তিনি সিঙ্গেল বলে জানিয়েছেন ‘ভুলভুলাইয়া টু’ অভিনেতা।

এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, ‘আমি গত সোয়া বছর ধরে সিঙ্গেল। বাকি আমি কিছু জানিনা।’ এরপর নিজেই বলেন, ‘আমি এক বছর ধরে সিঙ্গেল। আমি ধীরে ধীরে সময় কমানোর চেষ্টা করছি না। একবারে সঠিকটা বললাম।’

আরো পড়ুন:

এর আগে প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করায় কার্তিক জানিয়েছিলেন, কাজের সঙ্গেই তার প্রেম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এমনটা নয়। কিন্তু এতটুকুই বলব, আমি সিঙ্গেল এবং এটাই সত্যি।’

ইমতিয়াজ আলী পরিচালিত ‘লাভ আজকাল টু’ সিনেমার শুটিং সেটে কার্তিক ও সারার প্রেমের সম্পর্কের শুরু হয়। বিশেষ করে সিনেমাটি মুক্তির আগে পর্যন্ত তাদের নিয়ে জোর চর্চা হয়েছে। যদিও সিনেমা মুক্তির পরই তাদের ব্রেকআপ হয়। সম্প্রতি ‘কফি উইথ করন’ টক শো-তে কার্তিক ও সারা যে প্রেম করেছেন তা নিশ্চিত করেন করন জোহর।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়