প্রেমের গুঞ্জন উসকে দিলেন কার্তিক-শ্রীলীলা
রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন কার্তিক-শ্রীলীলা
ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। অভিনেত্রী সারা আলী খানের সঙ্গে তার প্রেম নিয়ে অনেক চর্চা হয়েছে। তারপর এ অভিনেতার নাম জড়ায় অনন্যা পাণ্ডের সঙ্গে।
কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কার্তিক। আর এ গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন অভিনেতার মা। এবার একসঙ্গে ডিনারে গিয়ে প্রেমের গুঞ্জন উসকে দিলেন এই জুটি।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন কার্তিক আরিয়ান-শ্রীলীলা। শুটিংয়ের বাইরে এই জুটিকে প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। গতকাল রাতে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় ফের তাদের ডিনারে দেখা গেল। যা ভক্তদের মাঝে কৌতূহল জাগিয়েছে।
একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন কার্তিক। এর কিছুক্ষণ পর বের হন শ্রীলীলা। দুজনে আলাদা আলাদাভাবে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গাড়িতে উঠে ওই স্থান ত্যাগ করেন।
এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় কার্তিক-শ্রীলীলার প্রেমের চর্চা নতুন করে শুরু হয়েছে। সায়মা লেখেন, “তাদেরকে দারুণ লাগছে।” একজন লেখেন, “কিউট জুটি।” আরেকজন লেখেন, “প্রেম করছেন কার্তিক-শ্রীলীলা।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
অনুরাগ বসু পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অভিনয় করছেন শ্রীলীলা ও কার্তিক আরিয়ান। শোনা যাচ্ছে, সিনেমাটির নাম ‘আশিকি থ্রি’। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই নির্মাতা।
২০০১ সালের ১৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা। ২০২১ সালে সেখানে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে বড় পর্দায় নাম লেখান এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত