ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অষ্টাদশীর প্রেমে কার্তিক আরিয়ান?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৮:৪০, ৭ জানুয়ারি ২০২৬
অষ্টাদশীর প্রেমে কার্তিক আরিয়ান?

প্রেমজীবন নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। প্রথম সারির অনেক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে। এবার গুঞ্জন উড়ছে, অষ্টাদশীর সঙ্গে প্রেম করছেন কার্তিক।  

গুঞ্জন উড়ছে, ৩৫ বছর বয়সি কার্তিক আরিয়ান সম্পর্কে জড়িয়েছেন কারিনা কুবিলুতা নামে এক মেয়ের সঙ্গে। মূলত, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একাধিক ছবিকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত। গোয়ার সৈকতের কাছে তোলা ছবি আলাদা আলাদাভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তারা। এসব ছবিতে কার্তিক-কারিনাকে একসঙ্গে দেখা যায় না; তবে একই জায়গায় ফ্রেমবন্দি হয়েছেন। ফলে দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না নেটিজেনরা। খুব দ্রুত সময়ের মধ্যে তাদের ছবি অন্তর্জালে ভাইরাল হয়ে যায়; এ নিয়ে চর্চায় মেতেছেন নেটিজেনরা।  

আরো পড়ুন:

কার্তিক-কারিনার প্রেম নিয়ে যখন জল্পনা চলছে, তখন ইনস্টাগ্রামে কারিনাকে আনফলো করে দেন কার্তিক; যা প্রেমের গুঞ্জনের আগুনে ঘি হিসেবে কাজ করছে। তবে এখন পর্যন্ত কার্তিক কিংবা কারিনা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।

কার্তিক-কারিনার বয়স নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই কারিনার পরিচয় নিয়েও কৌতূহল দেখা দিয়েছে। দ্য সানডে গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যের কার্লাইল কলেজের একজন শিক্ষার্থী কারিনা। তার বয়স বিশেষভাবে নজর কেড়েছে। কারণ কারিনার বয়স ১৮ বছর, আর কার্তিকের ৩৫ বছর। তাদের বয়সের ব্যবধান ১৭ বছরের। 

এর আগে অভিনেত্রী সারা আলী খান, অনন্যা পান্ডের সঙ্গে প্রেমজীবন নিয়ে অনেক চর্চা হয়েছে। গত বছরের জুলাইয়ে অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়। যদিও সময়ের সঙ্গে সেসবে ভাটা পড়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়