মাটিরাঙ্গায় সোনালী ব্যাংকে চুরি
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সোনালী ব্যাংকে চুরি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ডিউটিরত নিরাপত্তাকর্মী অপূর্ব চাকমা ব্যাংকের ভেতরে ঝাড়ু দিতে গেলে চুরির বিষয়টি নজরে আসে। পরে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়।
সোনালী ব্যাংকের মাটিরাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. হাবিবুজ্জামান জানান, দুর্বৃত্তরা গেট ও মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ড্রয়ার ভেঙে নগদ ১ হাজার ৪৪০ টাকা এবং তালা খুলে ব্যবস্থাপকের ব্যবহৃত একটি ল্যাপটপ নিয়ে যায়। কেটে ফেলেছে ব্যাংকের সিসিটিভি ক্যামেরার তার। যদিও সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে দেখা গেছে, তবে তাকে সনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘‘দুর্বৃত্তরা ব্যাংকের মূল ভল্টের তালা ভাঙতে ব্যর্থ হয়েছে। ফলে সেখানে কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি। ঘটনার সময় অপূর্ব চাকমা ও কেনিয়ন চাকমা নামে দুই নিরাপত্তাকর্মী ডিউটিতে ছিলেন।’’
মাটিরাঙ্গা থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, ‘‘এ ঘটনায় এখনো মামলা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’’
ঢাকা/রূপায়ন/রাজীব