ফ্যাক্ট চেক
ধামরাই রথ পোড়েনি, ফেইক ছবিতে ছড়ানো হয় গুজব
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকার ধামরাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষঙ্গ ‘ধামরাই রথ’ পুড়ে ফেলা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়ানো হয়েছে, তার ফ্যাক্ট চেক করেছে রাইজিংবিডি ডটকম। ঘটনাস্থল ও ছবিটি যাচাই করে দেখা যাচ্ছে, এটি গুজব, বাস্তবতার সঙ্গে এই তথ্যের কোনো মিল নেই।
তথ্য যাচাইয়ে বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল ধামরাই উপজেলা পরিষদ সংলগ্ন ঢুলিভিটা-শরীফবাগ সড়কের বড়বাজার এলাকায় যান এই প্রতিবেদক। এ সময় তিনি রথটি অক্ষত দেখতে পান।
এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় রথের পাশের বাসিন্দা আবু খালিদ মোহাম্মদ আজিজের। তিনি বলেন, ‘‘রথ ঠিকঠাক ও অক্ষত রয়েছে। এটি ধামরাইয়ের ঐতিহ্য ও গর্বের অন্যতম প্রতীক। প্রশাসন ও রথ পরিচালনার সঙ্গে সম্পৃক্ত লোকজন সবসময় রথের দেখভাল করেন। যে তথ্য ছড়িয়েছে এটি সুস্পষ্ট গুজব।’’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ছবি
ধামরাই রথযাত্রা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন বলেন, ‘‘রথ পুড়ে যাওয়ার তথ্যটি ভুয়া। যেটা শুনেছি, মহান স্বাধীনতা যুদ্ধের সময় যে রথ পুড়িয়ে দেওয়া হয়েছিল; সেই তথ্য ছাড়ানো হয়েছে। তার সঙ্গে বর্তমান রথের একটা ছবি এডিট করে প্রচার করা হয়েছে। রথের ওখানে সবসময় পাহারাদার থাকে। ধামরাইয়ে এমন কোনো ঘটনার কোনো সম্ভাবনা নেই।’’
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, ‘‘রথ পুড়ে ফেলার তথ্যটি মিথ্যা। ধামরাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। ধামরাই রথে সবসময় নিরাপত্তারক্ষী থাকে। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’’
ঢাকা/সাব্বির/রাজীব