ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাঞ্জাবি খুলে বুলেটপ্রুফ জ্যাকেট দেখালেন বিএনপি প্রার্থী

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:৫৭, ৭ জানুয়ারি ২০২৬
পাঞ্জাবি খুলে বুলেটপ্রুফ জ্যাকেট দেখালেন বিএনপি প্রার্থী

এস এম জিলানী।

সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলে পাঞ্জাবি খুলে বুলেটপ্রুফ জ্যাকেট দেখালেন গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী এস এম জিলানী।

এ সময় তিনি বলেন, ‘‘আমাদের জীবনের হুমকি আছে সত্যি এটা। দেখেন, দেখাই; হুমকি নাই। বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে আছি। জীবনে হুমকি আছে, জানি না কখন কি হয়।’’

আরো পড়ুন:

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি প্রার্থী এস এম জিলানী বলেন, ‘‘আমি এ রিস্ক নিয়েছি, ১৭ বছর রিস্ক নিয়েছি; এখন তো একটু ভালো সময়। তারপরও বিগত ১৭ বছর আমি এলাকা ছাড়ি নাই। আমি ২০০৮ সালে নির্বাচন করেছি, ২০১৮ সালে নির্বাচন করেছি। ২০১৮ সালের নির্বাচনে আমাকে কারাগারে রুদ্ধ করা হয়েছে। কত ভোট পেতাম, আমি কি জিতে যেতাম। আমাকে কারাগারে আটকে দেওয়া হলো। আমার স্ত্রী কারাগার থেকে আমার মনোনয়নপত্র স্বাক্ষর করে জমা দিল। কিন্তু, তখনকার প্রশাসন আমার মনোনয়নপত্র বাতিল করে দিল।’’

ঢাকা/বাদল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়