সুনামগঞ্জে যৌথবাহিনীর অভিযানে রিভলবার উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
যৌথবাহিনীর অভিযানে উদ্ধারকৃত রিভলবার।
সুনামগঞ্জের সদর উপজেলায় নিয়ামতপুরে মধ্যরাতে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি রিভালবারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মধ্যরাতে সুনামগঞ্জ সদর উপজেলার নিয়ামতপুর এলাকায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনীর একটি টিম।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে সুনামগঞ্জ সদর উপজেলার নিয়ামতপুর এলাকায় যৌথবাহিনী একটি অভিযান পরিচালনা করে। এসময় নিয়ামতপুর সেতুর নিচে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা কার্টুনে একটি বিদেশি রিভলবারসহ বিদেশি মদ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নাশকতার চেষ্টা বা অপরাধমূলক কাজ সংঘটিত করতে এই আগ্নেয়াস্ত্র আনা হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনী গোয়েন্দা তৎপরতা ও নজরদারির কারণে এমন কর্মকাণ্ড প্রতিহত করা সম্ভব হয়েছে।
অস্ত্র ও মাদক উদ্ধার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ও শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা অংশগ্রহণ করেন বলে জানান ওসি রতন শেখ।
ঢাকা/মনোয়ার/এস