ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্র মিত্রদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে: ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ৮ জানুয়ারি ২০২৬  
যুক্তরাষ্ট্র মিত্রদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে: ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে দিয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের অধীনে আমেরিকা ‘আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে’ এবং মিত্রদের কাছ থেকে ‘ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে।’

ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ এবং গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার পরে এই সতর্কবার্তা দিলেন ফরাসি প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার প্যারিসে ফরাসি রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে ম্যাক্রোঁ বলেন, “যুক্তরাষ্ট্র একটি প্রতিষ্ঠিত শক্তি, কিন্তু ধীরে ধীরে তার কিছু মিত্রদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং আন্তর্জাতিক নিয়ম ভাঙছে।”

ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন যে, তার দেশের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমেরিকাকে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ করতে হবে। ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন চলতি সপ্তাহের শুরুতে বলেছিলেন, ট্রাম্প যদি গ্রিনল্যান্ড আক্রমণ করেন, তাহলে এর অর্থ হবে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার সমাপ্তি।

ম্যাক্রোঁ বলেছেন, “আমরা একটি অত্যন্ত আশ্চর্যজনক খেলায় জড়িয়ে পড়েছি যেখানে আমরা, ফরাসি এবং ইউরোপীয়রা, উপনিবেশবিরোধী বক্তব্যের শিকার হচ্ছি যা আর বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। প্রতিদিন মানুষ ভাবছে যে গ্রিনল্যান্ড আক্রমণ করা হবে কিনা, কানাডা ৫১তম রাষ্ট্র হওয়ার হুমকি পাবে কিনা, নাকি তাইওয়ানকে আরো ঘিরে ফেলা হবে।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়