ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ৯ জানুয়ারি ২০২৬  
শিবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম থেকে দুটি বিদেশি ওয়ান শুটার গানসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) একটি টহল দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উনিশ বিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে।

শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় ৫৯ বিজিবির দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে সীমান্ত দিয়ে অস্ত্র, গোলা-বারুদ ও বিস্ফোরক দ্রব্য চোরাচালানের সম্ভাবনা আছে, এমন তথ্য পাওয়া যায়। সে তথ্যের ভিত্তিতে দুই মাস ধরে মহানন্দা ব্যাটালিয়নের আওতাভুক্ত ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে নজরদারি বাড়ানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ ভেতরে শাহাবাজপুর ইউনিয়নের উনিশ বিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায় আজমতপুর বিওপির একটি টহল দল। এ সময় মালিকবিহীন দুটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে, এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা অস্ত্রগুলো বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করা ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা অস্ত্র ও গুলিগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ঢাকা/শিয়াম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়