ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই অভ্যুত্থানের পর দেশ এগিয়ে গেছে: শিল্প উপদেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৩০, ৯ জানুয়ারি ২০২৬
জুলাই অভ্যুত্থানের পর দেশ এগিয়ে গেছে: শিল্প উপদেষ্টা

আদিলুর রহমান খান।

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারে গৃহায়ন ও গণপূর্ত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার (৯ জানুয়ারি) সুনামগঞ্জের ছাতক সিমেন্ট ফ্যাক্টরি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিল্প উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের আর মাত্র কিছুদিন রয়েছে। জুলাই অভ্যুত্থানের দেশে পরিবর্তন এসেছে। ভবিষ্যতে এ পথ ধরে নির্বাচিত সরকার নতুন নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠা করবে বলে প্রত্যাশা করেন তিনি।

আদিলুর রহমান বলেন, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি চালু করতে সরকার ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। দীর্ঘদিন বন্ধ থাকা এই ফ্যাক্টরি চালু করতে সরকার আন্তরিক।

ঢাকা/মনোয়ার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়