ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানের শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০৮, ৯ জানুয়ারি ২০২৬
ইরানের শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বছরের পর বছর ধরে ইরানের ইসলামপন্থী শাসকদের বিরুদ্ধে এটি সবচেয়ে বড় শক্তি প্রদর্শন বলে জানিয়েছে বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বরাত দিয়ে বিবিসি জানিয়েছেম ইরানের রাজধানী এবং অন্যান্য শহরগুলোতে বিক্ষোভকারীদের বিশাল জনতা মিছিল করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরান এবং দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে। ফুটেজে বিক্ষোভকারীদের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উৎখাত এবং প্রয়াত প্রাক্তন শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভির প্রত্যাবর্তনের আহ্বান জানাতে শোনা গেছে।

আরো পড়ুন:

ইরানি মুদ্রার পতনের প্রতিবাদে টানা ১২তম দিনের মতো বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, ইরানের ৩১টি প্রদেশের ১০০টিরও বেশি শহর ও শহতলিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা (এইচআরএনএ) জানিয়েছে, কমপক্ষে ৩৪ জন বিক্ষোভকারী - যার মধ্যে পাঁচজন শিশু  এবং আটজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন এবং আরো ২ হাজার ২৭০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

নরওয়েভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে আটজন শিশুসহ কমপক্ষে ৪৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এবং বিবিসি পার্সিয়ানের যাচাই করা ভিডিওতে দেশটির উত্তর-পূর্বে মাশহাদের একটি প্রধান সড়ক ধরে বিক্ষোভকারীদের এগিয়ে যেতে দেখা গেছে।

বিক্ষোভকারীদের  ‘শাহ দীর্ঘজীবী হোন’ এবং ‘এটিই শেষ যুদ্ধ! পাহলভি ফিরে আসবেন’ স্লোগান দিতে শোনা গেছে। এক পর্যায়ে, বেশ কয়েকজনকে একটি ওভারপাসে উঠতে এবং এর সাথে সংযুক্ত নজরদারি ক্যামেরাগুলো সরিয়ে ফেলতে দেখা গেছে।

অনলাইনে পোস্ট করা আরেকটি ভিডিওতে পূর্ব তেহরানের একটি প্রধান রাস্তা ধরে বিক্ষোভকারীদের হাঁটতে দেখা গেছে।

রাজধানীর উত্তর থেকে বিবিসি ফার্সিকে পাঠানো ফুটেজে বিশাল জনতাকে ‘এটিই শেষ যুদ্ধ! পাহলভি ফিরে আসবেন’ স্লোগান দিতে শোনা গেছে। উত্তরের অন্য কোথাও, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের পর বিক্ষোভকারীদের ‘ভয় পেও না, আমরা সবাই একসাথে’ বলে চিৎকার করতে দেখা গেছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়